স্বপ্ন
স্বপ্নের জানালায় উঁকি দিয়ে
নিত্য দেখি যে স্বপ্ন,
বাস্তবতার পদপিষ্টে রোজ’ই
হয় সে চূর্ণ-বিচূর্ণ,!
মনটা আমার খেয়ালি দোল
নীল পদ্ম কমল,
তাই তো জল চোখে টল্ মল্
স্বপ্ন নীলৎপল,!
স্বপ্ন আসে স্বপ্ন ভাঙে সহস্র
হয়নি তবু লীন,
স্বপ্ন মানুষ আমি স্বপ্ন দেখবো
স্বপ্ন চোখে প্রতিদিন,!
০৩/০৯/১৮
বাহ্ স্বপ্নময় লেখা
অশেষ ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
সরল কথার লেখা হলেও আপনার লেখার সারল্য আমার ভাল লাগে।
কৃতজ্ঞতা শ্রদ্ধেয়,,,প্রেরণা পেলাম,,,
এরই নাম জীবন বাস্তবতা।
স্বপ্ন জানালায় আমিও অহরহ দেই উঁকি; স্বপ্ন স্বপ্নেই … অধরা থেকে যায় সব।
কৃতজ্ঞতা শ্রদ্ধেয় স্যার
স্বপ্নময়।
শ্রদ্ধা জানবেন,,,,,
স্বপ্ন মানুষ আমি স্বপ্ন দেখবো
স্বপ্ন চোখে প্রতিদিন,!
* স্বপ্নে বিভোর…
প্রেরণা পেলাম প্রিয়,,,,,
"মনটা আমার খেয়ালি দোল
নীল পদ্ম কমল,
তাই তো জল চোখে টল্ মল্
স্বপ্ন নীলৎপল,!"—- দারুণ !
অশেষ শুভেচ্ছা জানবেন,,,