লিখতে ছড়া শিখতে হবে
মাত্রা লয় আর ছন্দটা,
নয় কি ছড়া ঘড়ায় ঘড়ায়
ছড়ায় ফুলের গন্ধটা?
শব্দগুলোই পাপড়ি ফুলের
রঙিন সবল পষ্ট তা,
নয় কি ছড়া হয় কি মজার?
পড়তে লাগে কষ্ট তা!
ভাবের মুখে ফুলের মধু
একটু বুকে হুল ফোটা,
তবেই হবে গন্ধ-চতুর
ছন্দ-ছড়ার ফুল ফোটা।
লিখতে ছড়া শিখতে হবে
মাত্রা লয় আর ছন্দটা,
নয় কি ছড়া ঘড়ায় ঘড়ায়
ছড়ায় ফুলের গন্ধটা?
শব্দগুলোই পাপড়ি ফুলের
রঙিন সবল পষ্ট তা,
নয় কি ছড়া হয় কি মজার?
পড়তে লাগে কষ্ট তা!
ভাবের মুখে ফুলের মধু
একটু বুকে হুল ফোটা,
তবেই হবে গন্ধ-চতুর
ছন্দ-ছড়ার ফুল ফোটা।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কিছু লিখতে সে বিষয়ে সম্যক জ্ঞান থাকা আবশ্যক এই বার্তাটিই যেন ছড়িয়ে দিলেন সর্বত্র। ছড়ায় আপনি পটু শংকর দা। আপনার লিখাকে আমি সম্মান জানাই।
ধন্যবাদ দাদা। শুভকামন সতত।











ছড়ায় পরামর্শ গ্রহণ করলাম। আর ছবিতে আপনাকে ভাল দেখাচ্ছে দাদা।
ধন্যবাদ দিদি।
লিখতে হলে জানতে হবে……এই মেসেজটি আপনার অনবদ্য ছড়ার মাধ্যমে জানিয়ে নতুন লেখকদের উপকার করেছেন বৈকি!
শুভকামনা নিরন্তর প্রিয় কবি



শুভেচ্ছা। ধন্যবাদ।




চমৎকার ছড়া


ধন্যবাদ। শুভকামনা সতত।
দারুণ শংকর দা।
ধন্যবাদ দাদা
এক ঢিলে দুই পাখি মেরে গেলেন দাদা।
কেমন?
ধন্যবাদ।
* বাহ! বেশ চমৎকার।
শুভ কামনা নিরন্তর…