সেলফি সেলফি

সেলফি সেলফি

সেলফি সেলফি হায় সেলফি
কে করলো তোমায় আবিষ্কার?
যেখানে সেখানেই তোমার এখন
দেখা যায় জয়জয়কার।

তুমি এসেছ ইংরেজি শব্দ থেকে
নাম ছিলো তোমার সেলফিশ,
তোমায় নিয়ে সবাই ব্যস্ত
কে শুনে তোমার জন্মের হাদিস?

তোমার মূল অর্থ হলো প্রতিকৃতি
যা নিজে নিজের ছবি তোলা,
তুমি এখন সবার হাতে হাতে
যেন এক স্বদের মামাবাড়ির কলা।

তোমায় নিয়ে ব্যস্ত সবাই
তুলছে সেলফি মনের স্বাদে,
কেউবা আর তুলছে সেলফি
দেশের মহান জাতীয় সংসদে।

বিবাহবাহে পিকনিকে জন্মদিনে
আনন্দ উৎসবে, বিশেষ দিবসে,
সেলফি তুলতে ব্যর্থ হয়ে
অনেকেই কাঁদে নিরালে বসে।

নেতায় তুলছে নেতার সেলফি
প্রেমিক তুলছে প্রেমিকার
তুমি সেলফি ডিজিটাল যুগে
ছেলে বুড়ো সবার অহংকার।

________________
০৮/০৯/২০১৮ ইং
ছবি ইন্টারনেট থেকে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

16 thoughts on “সেলফি সেলফি

  1. সেলফি জ্বরে আক্রান্ত সমগ্র দুনিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif বিহিত হবেনা এর বিকল্প না অবধি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cool.gif

    1. ফেসবুক থেকে পোস্টখানা এই স্বনামধন্য শব্দনীড় ব্লগে শেয়ার করার জন্য আমার শ্রদ্ধেয় দাদাকে অজস্র ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন সবসময়। 

    1. সুন্দর মননশীল মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।আশা করি ভালো থাকবেন ।

    1. সুন্দর মন্তব্যের জন্য আমার প্রাণপ্রিয় ইলহাম দাদাকে অনেক অনেক ধন্যবাদ । আশা করি ভালো থাকবেন। 

  2. দিনে যারা তিনটি সেলফি তোলেন এবং প্রত্যেকটিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তারা অ্যাকিউট সেলফাইটিসে আক্রান্ত। আর ঘণ্টায় ঘণ্টায় যদি কেউ সেলফি তোলেন, আর তা পোস্ট করতে থাকেন, তবে তিনি ক্রনিক সেলফাইটিসে আক্রান্ত। সেক্ষেত্রে এ ধরনের রোগীরা দিনে অন্তত ছয়টি করে সেলফি তোলেন।

    1. অনেকেই সারাদিন এই সেলফি তোলা নিয়েই ব্যস্ত থাকে দাদা। বর্তমানে একটা মোবাইল কিনতে গেলে আগে দেখে সেলফি কেমন উঠে! তারপর মো বা ই ল কেনা। 

    1. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সহ শুভেচ্ছা রইল দিদি। আশা করি ভালো থাকবেন। 

    1. সেলফি রোগে এখন বিদেশি রাষ্ট্রদূতরাও আক্রান্ত ।

      সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি।

    1. বড়দের দেখাদেখি এখন ছোটছোট ছেলেমেয়েরাও এই সেলফিতে আক্রান্ত ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।