আদর্শবাদী নেতাজী ও তাঁর কবিতাকেলি
#১
নেতাজী মুক্তি চেয়েছিলেন,
দস্যুদের হাত থেকে কবিতার মুক্তি।
অনেক খিস্তি খেউড় করে
কবিতার চোদ্দ গুষ্টি
উদ্ধার করে কাব্যগ্রন্থ লিখেছেন।
#২
নেতাজী রাতে টপটপিয়ে
বছরের পর বছর চোখের জল ফেলেছেন
শোষকের হাতে কবিতার লাঞ্ছনা দেখে।
বর্তমানে তিনি সেই শোষকের হয়ে কবিতা লেখেন।
#৩
নেতাজী রাত জেগে আকাশের তারা দেখেছেন
ফায়ারপ্লেসে চাঁদ দেখেছেন
চাঁদকে ধরতে না পেরে খিল্লি দিয়েছেন
বর্তমানে তিনি একগুচ্ছ রমণীদের সাথে
কবিতাকেলি করেন।
শুভেচ্ছা ও ভালোবাসা নিও বন্ধু ।
চাঁদকে ধরতে না পেরে খিল্লি দিয়েছেন
বর্তমানে তিনি একগুচ্ছ রমণীদের সাথে
কবিতাকেলি করেন।——চিরসত্য কথা দিদি
অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য বন্ধু ।
চমতকার টপিক নিয়ে লিখেছেন প্রিয় কবি
অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য ভাই |
নেতাদের অনেকেই এমন দিদি ভাই।
যা বলেছো সোনা বোন, ভালোবাসা নিও ।
বাস্তবতা।
ধন্যবাদ কবি ।
নেতাদের শূলে চড়াতে চাই বোন।
তাই না কি ? সাবধান কিন্তু শুলে চড়াবে ।
ভাল লিখেছেন দিদিভাই
শুভেচ্ছা ও ভালোবাসা নিও ভাই ।
বর্তমানে তিনি একগুচ্ছ রমণীদের সাথে
কবিতাকেলি করেন।
*


হাহাহা তাই ত সব সময় দেখি ।