বিজ্ঞান স্যার ক্লাসে ঢুকেই
প্রশ্ন করেন হেঁকে-
ধান ক’প্রকার এবং কী কী
বলতে পারিস কে কে?
সহজ বলা – বললো ধলা
গলায় দিয়ে শান-
তিন প্রকারের – প্রধান, বিধান
এবং সমাধান।
বিজ্ঞান স্যার ক্লাসে ঢুকেই
প্রশ্ন করেন হেঁকে-
ধান ক’প্রকার এবং কী কী
বলতে পারিস কে কে?
সহজ বলা – বললো ধলা
গলায় দিয়ে শান-
তিন প্রকারের – প্রধান, বিধান
এবং সমাধান।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ছোট একটি দারুণ ছড়া।
ধন্যবাদ দিদিভাই









একটা সমাধান অন্তত পাওয়া গেলো। ছড়ায় আনন্দ পাই।
খুশি দাদা। ধন্যবাদ।
সমাধান ছড়াটি সুন্দর।
ধন্যবাদ।











বেশ শংকর দা।
ধন্যবাদ দাদা।





তাইতো, আর কোন ধান নেই এ জগতে।
ধন্যবাদ দাদা
অসাধারণ ছন্দে লেখা দারুণ মজার ছড়া।
আপনার প্রতিটাই ছড়ার সাহিত্য মান সুউচ্চ। আমি মুগ্ধ হয়ে পড়ি!
আবার বলি, অসাধারণ লিখেছেন!
ধন্যবাদ
হা হা , বেশ নান্দনিক আপনার ছড়াগুলো, আমি অনেক চেষ্টা করি, অনেকটা গোলমেলে ধরনের হয়ে যায়।
ধন্যবাদ
* চমৎকার! অভিধান কথায় গেলো…
ধান তো তিনপ্রকার। তাই
হু চমৎকার লাগল কবি দা
ধন্যবাদ
মেধাবৃত্তিক কাব্যিকতা/দারুণ অনুভূতি
ধন্যবাদ