অপ্রাপ্তির কাব্য

যতবার বিবাগী হয়েছি
ততবার ভেবেছি, নির্ভরতার সময় তোমাকে হেলা করে চলবো…!
যতবার কাছে এসেছো
ততবার অতীত ভুলে তোমার মধ্যে নিমজ্জিত হয়েছি
আর ভ্রান্তি নিয়ে অনুভব করেছি
ভালোবাসা অতীতের কষ্ট, ঘৃণা বিদুরিত করে
আলিঙ্গনে সাড়া দেওয়ায়,
আর নিজের হৃদয়ে লাজহীতার দাগ কেটে দেয়…!

6 thoughts on “অপ্রাপ্তির কাব্য

  1. যতবার কাছে এসেছো
    ততবার অতীত ভুলে তোমার মধ্যে নিমজ্জিত হয়েছি

     

    * সম্পর্ক হয়তো এমনই… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ভালোবাসা অতীতের কষ্ট, ঘৃণা বিদুরিত করে
    আলিঙ্গনে সাড়া দেওয়ায়,————-

মন্তব্য প্রধান বন্ধ আছে।