কাজী জুবেরী মোস্তাক এর “মৃত্যুদণ্ডের দাবি”

আমি অমরত্ব নিতে আসিনি
আমি আমার মৃত্যুদণ্ড নিতে এসেছি,
আমি জানি এখনই আমাকে বন্দী করা হবে
শেকল পড়ানো হবে আমার উন্মুক্ত হাতে পায়ে ৷

আমি জানি আমি দেশদ্রোহী,
তোমরা কতোটা দেশ দরদী বলবে ?

আমার টাকা চুরি করে গড়েছো অট্টালিকা
তাতেও আবার বসিয়েছো দেখি সিসি ক্যামেরা ৷
আমি জানি আমি সংখ্যালঘু,
কারণ বিদ্রোহী হয়ে জন্মায় খুব কম,
আর যারা বিদ্রোহী লাশ থাকে তাদের ডোবা, নালায়
তাদের নিস্তব্ধ দেহতে শেয়াল শকুনেরাও মচ্ছব চালায় ৷

আমি জানি আমি একা,
কারণ আমি কোন দুর্নীতিবাজ না,
পেনশনের ফাইল আটকে হাত পেতে দিইনা
অথবা অন্যায়ের সাথে আমি আপোসহীন চলি তাই একা ৷

মধ্যরাতে আমার ছবি যাবে প্রেসে
আমার কণ্ঠ রোধ করতে ক্রসফায়ার হবে,
শিরোনামে থাকবে আমার মৃত্যু হয়েছে বন্দুক যুদ্ধে
আর পা চাটার দলেরা তখন চায়ে টোস্ট ভিজিয়ে খাবে ৷

আমি অধিকার চাইতে এসেছি
নির্যাতিত নিপীড়িতের কথা বলতে এসেছি,
মনে রেখো আমাকে হত্যা করলেই সব শেষ হয়ে না !

১০মাস ১০দিন পরে আবারো আমার জন্ম হয় অন্য কোন গর্ভে ৷

8 thoughts on “কাজী জুবেরী মোস্তাক এর “মৃত্যুদণ্ডের দাবি”

  1. 'আমি জানি আমি সংখ্যালঘু,
    কারণ বিদ্রোহী হয়ে জন্মায় খুব কম,
    আর যারা বিদ্রোহী লাশ থাকে তাদের ডোবা, নালায়
    তাদের নিস্তব্ধ দেহতে শেয়াল শকুনেরাও মচ্ছব চালায়।'

    এপার বাংলা বলি আর ওপার বাংলা বলি; আমাদের বাস্তবতা এমনই দাদা। :(

  2. ১০মাস ১০দিন পরে আবারো আমার জন্ম হয় অন্য কোন গর্ভে- গভীর  ভাবনার প্রকাশ কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।