শরতের মুখরোচক
শরত হেটে গিয়েছিল ঠিক পাঁজরের উপর দিয়ে-
সমস্ত কাশফুল ঝরেছিল অথৈ জলতরঙ্গের উপর;
অপেক্ষার প্রহরগুলো নির্ঘুম তবু শরতের অণুদেহ
দৃষ্টিপাত করে ঐ নীল সাদাকাশের নিশিপানে চাঁদ।
শুধু কল্লোলে ফুটল শরত শিশির সিক্ত ঘাসফুল
নরম পদাঙ্ক স্পর্শ করে না ঠিক যেনো প্রণয়ের
দীর্ঘশ্বাস অথচ ঘুমটা পরে মেলেছে সরিষা ফুলের
গন্ধ উড়ানো রাজপথ- অতঃপর এভাবেই সুনিশ্চিত-
শরত একদিন আসবে বুঝি- ঐ গোধূলি মেঘের উপর-
কিংবা অষ্টকাদি মুখরোচক শরতের শূন্য পালঙ্কে ভর।
১২-০৯-১৮
———–
সুন্দর লেখা
জ্বি শংকর দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————–
'শরত শিশির সিক্ত ঘাসফুলে নরম পদাঙ্ক
স্পর্শ করে না ঠিক যেনো প্রণয়ের দীর্ঘশ্বাস।'
চমৎকার হয়েছে প্রিয় বাউল কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————–
অনেক সুন্দর লেখা।
জ্বি রুকশানা আপা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————–
শরতের শুভেচ্ছা প্রিয় কবিবাবু।
জ্বি রিয়া দিদি আপনাকেউ
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————–