ক্ষণিকের ভাবনা

ক্ষণিকের ভাবনা

অতঃপর, আমিও সৎ হয়ে গেলাম।
আমার একশো একটা পাপ, এক তুড়িতেই
পূণ্য হয়ে গেলো। রহমতের ফুলঝুড়িতে পাপড়ি স্নাত হই নিয়মিত।

আর তার যতো পূণ্য…
একদল শৃগালের ভাবনায়
বুড়ির সুতোর মতো উড়েউড়ে কূলকিনারা হীন!
ভাটির হাওয়া বইছে চারিদিকে
এখনই তো শ্রেষ্ঠ সময়, পাল তুলে নৌকা ভাসানোর।

সীমাহীন ঢালু স্রোত ভাটিয়াল গাঙে
পলিমাটি হয়ে স্বপ্ন দেখি।

4 thoughts on “ক্ষণিকের ভাবনা

  1. "সীমাহীন ঢালু স্রোত ভাটিয়াল গাঙে
    পলিমাটি হয়ে স্বপ্ন দেখি।"

    —-স্বপ্ন দেখি নতুন করে অঙ্কুরোদগমের !

     

  2. স্বপ্ন দেখি নতুন সাজে সাজবো, নতুন করে কিছু করবো। কিন্তু জীবন নামের নদীটিতে যে ভাটির টান লেগেছে, জোয়ারের সম্ভাবনা নেই। তাই স্বপ্নগুলি স্বপ্নই থেকে যাচ্ছে। বয়স হয়েছেতো তাই!

মন্তব্য প্রধান বন্ধ আছে।