শুধু রঙিন কালির সবিতা

শুধু রঙিন কালির সবিতা

পদ্য আর গদ্য পাঠে লাল সবুজের
হলো কি ছন্দ থাকে মনের মাঝে !
গন্ধ কোথায় বা খুঁজি- যদি না পাই
রাঙা মনের গন্ধ পাওয়ার অনুভূতি-
তাতেই হলো এ ছন্দ রূপে রূপসী;

চক চক করলেই বুঝি হয় রে সোনা
আসল স্বর্ণ চিনে কয়জনা! শুধু বটছায়া-
ভাবের নাই মাতোয়ারা- উম্মোচনে কে
ধন্য হারা,জ্ঞান শূন্যেই কোন কবিতা-
হায় সবিতা, রঙিন কালির দ্বন্দ্ব মন্দ মনটা।

১৩-০৯-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “শুধু রঙিন কালির সবিতা

  1. ধন্য হারা,জ্ঞান শূন্যেই কোন কবিতা-
    হায় সবিতা, রঙিন কালির দ্বন্দ্ব মন্দ মনটা। ___ লিখায় দারুণ রিদম কাজ করেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif 

  2. ভালো কবিতা লিটন ভাই। আপনার কবিতার সারল্য আমার ভীষণ প্রিয়।

  3. ভাবের নাই মাতোয়ারা- উম্মোচনে কে
    ধন্য হারা,জ্ঞান শূন্যেই কোন কবিতা-
    হায় সবিতা, রঙিন কালির দ্বন্দ্ব মন্দ মনটা।

     

    * মুগ্ধ! সুপ্রিয় কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।