মানুষ আর প্রকৃতি

একেক সময় একেকটা সকাল,
সামনে দাঁড়ায়,
কখনো আকাশ ফুটো হওয়া অবিরাম বৃষ্টি, কখনো রৌদ্রজ্জ্বল পরিস্কার,
কখনোবা কুয়াসায় মোড়ানো এক রহস্য নারীর মতো আধো ফোটা,
আধো ঢাকা লাজে রাংগা নতুন বউ।
আমাদের এই আটপৌরে জীবনের ঘাটে ঘাটে, নানা রংগের সকাল দুপুর রাত,
তাকে মেনে নিয়েই প্রকৃতির এই রূপ।

প্রকৃতির এই হাসি,
এই কান্না,
এই রুদ্র রূপ,
হঠাত হঠাত বদলে যাওয়া,
আমাদের জীবনের পরতে পরতে
দোলা দেয়,
দোলা দেয়,
নানা রঙ বেরংগে।

কেজানে কোন অদৃশ্যের কোন মায়াবল,
জীবনের নানা ঘাত প্রতিঘাত
মিলিয়ে দিয়ে যাওয়া মানুষ আর প্রকৃতি।

প্রকৃতির রুদ্ধশ্বাস ভাংগা গড়ার খেলা,
মানুষ হয়েছে শুধু পুতুল,
মানুষ হয়েছে প্রকৃতির লীলাখেলা।

আবার মানুষও হয়েছে উদ্ধত,
ভাংগতে চেয়েছে প্রকৃতি,
ভাংগতে চেয়েছে সকাল,
ভাংগতে চেয়েছে প্রচলিত সব
নিয়ম কানুনের বেড়া।

7 thoughts on “মানুষ আর প্রকৃতি

  1. প্রকৃতির রুদ্ধশ্বাস ভাংগা গড়ার খেলা,
    মানুষ হয়েছে শুধু পুতুল,
    মানুষ হয়েছে প্রকৃতির লীলাখেলা।

    গভীরে হারিয়ে গেলাম প্রিয় কবি বন্ধু। অবিরাম শুভেচ্ছা।

  2. লিখায় উপমা সমিল রূপকের ব্যবহার অসাধারণ হয়েছে। অভিনন্দন মি. কাজী রাশেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. কে জানে কোন অদৃশ্যের কোন মায়াবল,
    জীবনের নানা ঘাত প্রতিঘাত
    মিলিয়ে দিয়ে যাওয়া মানুষ আর প্রকৃতি। 
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. কবিতায় সত্য উঠে এসেছে কবি রাশেদ ভাই। আপনার জন্য শুভেচ্ছা। 

  5. প্রকৃতির রুদ্ধশ্বাস ভাংগা গড়ার খেলা,
    মানুষ হয়েছে শুধু পুতুল,
    মানুষ হয়েছে প্রকৃতির লীলাখেলা।

     

    * সুন্দর অনুভব… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।