দেয়ালে মনের কাব্য

দেয়ালে মনের কাব্য

ঘরের সাজে, দেয়ালে নানা ধরনের ওয়ালপেপার ব্যবহৃত হয়। তবে আবহাওয়া ও ঘরের অবকাঠামোর সঙ্গে মিল রেখে ওয়াল পেপার ব্যবহার করুন। না হলে এটা সৌন্দর্যবর্ধক না হয়ে সৌন্দর্যহীন হয়ে যাবে। দেয়ালের সাজে দেয়াল পেইন্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ইচ্ছামতো কল্পনার সব রং দিয়ে দেয়াল পেইন্ট করাতে পারেন। বর্তমান সময়ে আধুনিক ইন্টেরিয়রে কর্ন মিক্স বা রাফ টেক্সারের কাজ করা হয়। এ কাজ করলে দেয়াল অমসৃণ বা খসখসে থাকবে। যা দেখতে সুন্দর লাগে। এটি ব্যয়বহুল ও ক্যাজুয়াল বলে অনেকেই এড়িয়ে যান। ইন্টেরিয়র বিশেষজ্ঞদের মতে, দেয়ালে কর্ন মিক্স করলে সৌন্দর্য বৃদ্ধিতে অনেক বেশি কাজ করা যায়।

আবার অনেকেই দেয়ালে আস্তর বা রং না দিয়ে সলিড ইটের দেয়াল রেখে দিচ্ছেন যা ইদানীং অনেক দেখা যায়। চাইলে বিভিন্ন ধরনের দেয়াল কেবিনেট ব্যবহার করতে পারেন। এতে দেয়ালের সৌন্দর্য ও শোপিস রেখে কেবিনেটটিকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। দেয়ালে বিভিন্ন ধরনের পেইন্টিং ঝোলাতে পারেন। ইদানীং বসার ঘরে ফ্ল্যাট এলসিডি ব্যবহৃত হয়। দেয়ালে বিভিন্ন ধরনের চাইমার, শোপিস, কৃত্রিম ফুল, মুখোশ ব্যবহার করে সাজিয়ে নিতে পারেন, যা সাজানো দেয়ালের অলঙ্কার হিসেবে কাজ করবে।

দেয়ালের সাজ ও রঙের সঙ্গে মিল রেখে ফার্নিচার ব্যবহার করুন আবার দেয়ালের সাজের সম্পূর্ণ উল্টো রঙের ফার্নিচারও ব্যবহার করতে পারেন। দুটিই ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়াও দেয়ালে বিভিন্ন উপকরণ, যেমন- এসিপি, এবিএ মার্ট, ডায়মন্ড ক্রিস্টাল এসিপি ইত্যাদি ব্যবহার করতে পারেন। লাইট ব্যবহার করে দেয়ালের সাজে সৌন্দর্য আনতে পারেন। বিভিন্ন ধরনের ফোকাস লাইট, স্পট লাইট দেয়ালে ফেলে আলো-আঁধারীর আবহ তৈরি করতে পারেন, যা দেখে যে কেউই অভিভূত হবে। দেয়ালে বিভিন্ন শেল্ফ তৈরি করে ফ্যামিলি ফটোফ্রেম রাখতে পারেন।

দেয়ালের সাজের সঙ্গে মিলিয়ে জানালার পর্দা বাছাই করুন। কারণ যত সুন্দর করেই দেয়াল সাজান না কেন, শুধু পর্দার সঠিক ব্যবহারের অভাবে সব পরিশ্রম পণ্ড হয়ে যেতে পারে। তাই সতর্ক থেকে দেয়ালের সাজের সঙ্গে মিলিয়ে জানালার পর্দা ব্যবহার করুন। দেয়ালের সব সাজের জন্য, দেয়ালকে সুন্দরভাবে অন্যের কাছে উপস্থাপনা করার জন্য উপযুক্ত দেয়াল আবশ্যক। স্থপতি লতিফা সুলতানা বলেন, দেয়াল সাজের আগে লক্ষ্য রাখতে হবে দেয়াল যাতে ড্যাম না হয়, দেয়ালের প্লাস্টার যেন ভালো হয়। এ জন্য দেয়াল তৈরির সময় সঠিক দিকনির্দেশনা দিন, যাতে পরবর্তী সময়ে ঝামেলায় পড়তে না হয়। আমরা প্রায় সবাই বিভিন্ন উপকরণ দিয়ে এলোমেলোভাবে দেয়াল সাজিয়ে থাকি। কিন্তু একটু চিন্তা করে বুদ্ধি খাটিয়ে শোপিস, ফটোফ্রেম বা রং, টাইলস ইত্যাদি এদিক-সেদিক করে উপযুক্তভাবে ব্যবহার করে ঘরের সৌন্দর্য বাড়াতে পারি। এ জন্য প্রয়োজন সৃষ্টিশীল মন ও উপযুক্ত পরিবেশ। তো হয়ে যাক আপনার রুচিশীল মনের বহিঃপ্রকাশ, যাতে আপনার বাড়িতে আগন্তুক যে কেউই আপনার নিজ হাতে সাজানো দেয়ালটা দেখে ঈর্ষান্বিত হন।

12 thoughts on “দেয়ালে মনের কাব্য

  1. বাহ ! কি সুন্দর দেয়াল 

     

    আর আমি ! গত এক্ মাস ধরে একটা যেনতেন বাসা খুঁজে যাচ্ছি- নোনা ধরা দেয়াল হলেও কোন সমস্যা নাই। ব্যাচেলর বলে কোন বাড়িওয়ালা ভাড়াই দেয় না! 

  2. ফ্লোরে শাদা টাইলস থাকলে দেয়াল এবং এলুমিনিয়াম ও গ্লাস ওসান বুলু করা যাবে কি!

মন্তব্য প্রধান বন্ধ আছে।