এসো তারুণ্যের চেতনায় গড়ি বাংলাদেশ

এসো আবার তারুণ্য দীপ্ত কণ্ঠে করি উচ্চারণ
এই মাটি আমার
এই ভূখণ্ড আমাদের চেতনার দামে কেনা
প্রতিটি ইঞ্চির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে আমাদের।

চাইনা কোন সান্ত্রি কাপুরুষের আস্ফালন—
কান পেতে আজো শুনতে পাই, নুরুলদিনের আত্মচিতকার- জাগো বাহে;
চোখ বুজলেই দেখতে পাই আসাদের রক্তে রঞ্জিত রাজপথ
ভেসে ওঠে চোখের সামনে ত্রিশ লক্ষ শহীদের রক্তে স্নান করা পবিত্র বাংলাদেশ।

মেঘে মেঘে আজ হয়েছে অনেক বেলা
এসো আবার মিলিত হই তারুণ্যের মোহনায়
ডাকছে তোমায় নুরুলদিন, শোন সম্ভ্রম হারানো মায়ের আত্ম চিৎকার
চেয়ে দেখ, আকাশে আজো দুলছে আসাদের রক্ত মাখা সেই জামা!

হাত ছানিতে বলছে নবপ্রজন্ম— শান্তির নীড় চাই, শান্তির নীড়;
অর্থনৈতিক মুক্তি চাই; অর্থনৈতিক মুক্তি
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই; স্বাভাবিক মৃত্যুর।

অগ্রজ বীরপুরুষ আমাদের দিয়েছে ভিটে মাটির স্বাধীনতা
এসো তরুণ, আমরা আজ চিনিয়ে আনিব শান্তির বারতা ।

20 thoughts on “এসো তারুণ্যের চেতনায় গড়ি বাংলাদেশ

  1. গণশব্দে গণ প্রত্যয়ের কণ্ঠ থাক সাবলীল …  শান্তির নীড় চাই, শান্তির নীড়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. * ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী। মন্তব্যে অনুপ্রাণিত… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. "হাত ছানিতে বলছে নবপ্রজন্ম— শান্তির নীড় চাই, শান্তির নীড়;
    অর্থনৈতিক মুক্তি চাই; অর্থনৈতিক মুক্তি
    স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই; স্বাভাবিক মৃত্যুর।"

    বিষয়বস্তু এবং এর উপস্থানায় কী যেন আছে; রক্ত টগবগিয়ে ওঠলো !

    মুগ্ধতা নিয়ে পড়লাম !

    1. * সুপ্রিয় অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণায় লিখতে উৎসাহিত হই…  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. ডাকছে তোমায় নুরুলদিন, শোন সম্ভ্রম হারানো মায়ের আত্ম চিৎকার—সুন্দর

  4. আমাদের চোখেও ত্রিশ লক্ষ শহীদের রক্তে স্নান করা পবিত্র একটি বাংলাদেশ।

  5. ইতিহাসের কিছু সত্য দারুণ ভাবে আপনার কবিতায় উঠে এসেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।