অতৃপ্তবোধ

বালুকা বেলায় দাঁড়িয়ে আজও আমি দেখছি তোমায় উর্বশি
ছন্দ হিন্দোল তাল তরঙ্গে হয়েছি উর্মি চঞ্চল
পশ্চিমাকাশে এখনো প্রহরীর মতো রঙিন আভায়
বিদায় বেলায় যবনিকাপাতের আসরে রবি কিরন
তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই বিমুগ্ধ উচ্ছ্বলতায়–
চোখে ভাসে এক মায়া হরিণী।
বেরসিক আঁধারের পরম আত্মীয়ার এ কোন সখ্যতা
রবির সনে? তার অন্তধানে যেন তুমিও গেলে বিসর্জনে
কেন উদিত হলে ক্ষণিকের তরে বিমুগ্ধ বেদনার শান্তি জাগাতে।

8 thoughts on “অতৃপ্তবোধ

  1. ছন্দ হিন্দোল তাল তরঙ্গে হয়েছি উর্মি চঞ্চল———অনবদ্য 

  2. বিদায় বেলায় যবনিকাপাতের আসরে রবি কিরন
    তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই বিমুগ্ধ উচ্ছ্বলতায়–
    চোখে ভাসে এক মায়া হরিণী। ___ চমৎকার সব অনুভূতির কবিতা উপহার পাচ্ছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ। সবই আপনাদের অনুপ্রেরণার ফসল…

      ভালো থাকুন নিরন্তর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. ছন্দ হিন্দোল তাল তরঙ্গে হয়েছি উর্মি চঞ্চল

    বাহ! যেন বর্তমানের নজরুলকে পড়লাম। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।