সাগরিকা

ওই দূর নীল সাগরে
খোলা এই আকাশে
ঝিরি ঝিরি বাতাসে
এ মন হারাতে চায়
কোন সুদূরে।

বুঝি আকাশ হারিয়ে গেল
নীল সাগরের কোলে
যেখানে গান গেয়ে যায়
সারি সারি গাং চিলে
দুপুরের রোদে নিঝুম সুরে সুরে।

মনে মনে কে যেন এঁকেছিল
সাদা মেঘের আলপনা
অনুভবে ছিল বুঝি
স্বপ্নে পাওয়া কল্পনা।

ওই শান্ত অশান্ত ঢেউ
করে শুধু কানাকানি
এলোমেলো হাওয়ায় ভেসে
স্বপ্ন করে জানাজানি
এ গানের নিমন্ত্রণে হৃদয় ভরে।

18 thoughts on “সাগরিকা

  1. বুঝি আকাশ হারিয়ে গেল
    নীল সাগরের কোলে
    যেখানে গান গেয়ে যায়
    সারি সারি গাং চিলে
    দুপুরের রোদে নিঝুম সুরে সুরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2.  

    "ওই দূর নীল সাগরে
    খোলা এই আকাশে
    ঝিরি ঝিরি বাতাসে
    এ মন হারাতে চায়
    কোন সুদূরে।"—- হারিয়ে গেলাম !

     

    1. আমি নিজেও সাগরের নীলে প্রায় পাগল থাকি।এমনকি আমার অধিকাংশ লেখাতে সাগরের কোন না কোন ভূমিকা (ক্রমশ প্রকাশ্য) থাকবেই।

      ধন্যবাদ দিদি, সুখে থাকুন ভাল থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. যেখানে গান গেয়ে যায়
    সারি সারি গাং চিলে

     

    * সুন্দর চিত্রকল্প… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4.  প্রথমে ছবিটির তাকাতেই কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম প্রায় ৩০ সেকেন্ড!

    তারপর যা পড়লাম এবং বুঝলাম প্রিয় খালিদ ভাইয়ের কবিতা লিখার হাত আছে।

    আমি আগে উনার কবিতা পড়ি নি!

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।