গাছ কাটে বৃন্দাবনে
গাছ কেটে বৃন্দাবনে- কি আর হবে ?
বুকের ভিতরে রক্তগড়া বিবেক যদি না থাকে;
ওমন অঙ্কুর পুষে কি আর করবে !
তোর মতোই উড়বি- চরবি সবি;
গাছ কাঁটে- গাছ কাঁটে পাতা ঝরে –
কোন হিংসার ঊষর ঘাটে
জানতে হচ্ছে হয় তাতে কি
আর লাভ- দুই দিনের সংসার পাতে।
দেহ ধ্যানের তত্ত্ব বেজায় রাখলি ব্যস্ত
কি দেখিলাম নিজের গাছটা কাটিতেই ন্যস্ত-
বুঝলাম না সোনার পাখিটা উড়াল দিবি !
হাওয়াই বাতাসে কিংবা ঐ তারার পানে-
বলো না কি ভাবনাতে চেয়ে চেয়ে থাকবি
যদি পাস রে রক্ত মাংসের চিহ্ন দাগ-
আপন গড়ার মূল্য তবে বুঝবি।
যদি পাস রে রক্ত মাংসের চিহ্ন দাগ- আপন গড়ার মূল্য তবে বুঝবি। … এটাই মূল কথা কবি। শুভ সকাল।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন———-
গাছ কাঁটে বৃন্দাবনে – কাটে নাকি কাঁটে ?
কবিতার বিষয়বস্তু ভালো লেগেছে
অশেষ ধন্যবাদ অনিক দা
বাহ্ খুব ভাল লাগল লেখাটি।
জ্বি শংকর দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন———-
আজকের লেখা ভীষণ কঠিন হয়েছে কবিবাবু।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন———-
শুভেচ্ছা কবি লিটন ভাই।
জ্বি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন———-
* সুন্দর একটি কবিতার জন্য অনেক ধন্যবাদ কবি দা…
জ্বি হুসাইন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন———-
বেশ ভাবার্থ পুর্ন কবিতা! এক বিস্ময় চিত্রকল্প!
ভালো লিখেছেন প্রিয় আলমগীর ভাই