–তারে পাইনি গো, তারে পাইনি

–তারে পাইনি গো, তারে পাইনি

তারে পাইনি গো, তারে পাইনি
তারে চাইনি গো, তারে চাইনি
চাওয়া পাওয়ার দোলা চলে
ঘুরেছি গো ঘুরেছি, এ পথ সে পথে
গোলাক ধাঁধার, নানা অচেনা পথে
তারে পাইনি গো, তারে পাইনি।

চাঁদ চুমে এসেছিল সে, শ্রাবণ বাদলে
সিক্ত মৃত্তিকা সোদা গন্ধে, কাদা এঁদো জলে
জারুলের জলজ ঘ্রাণে, প্রণয় লোহরী বুনে
তারে চাইনি গো, তারে চাইনি।

বুনোট শ্রাবণ জলে, এ কি বিরহ?
ঝর ঝর বরিষনে, পতিত বিনাশে যাতনা ঢাকে
স্বপ্নসুতায় গাঁথা কতক পাওয়া? এখন তা পথ হারা
তারে পাইনি গো, তারে পাইনি।

১৪২৫/শ্রাবণ/ বর্ষাকাল।

8 thoughts on “–তারে পাইনি গো, তারে পাইনি

  1. বন্ধু'র ব্যস্ততা সম্ভবত বেড়ে গিয়েছে কেননা ইদানিং খুব কম দেখতে পাই। কবিতার জন্য বিশেষ ধন্যবাদ। শুভ দিন। :)

    1. আর বলো না বন্ধু,,,,,,আমার ডেক্রটপ এ আরএম এর সমস্যা ঠিক মতো কাজ করতে পারছি না, অফিস বেশী দিন হলে যা হয়,,,,এই জন্য বেশ ঝামেলায় বন্ধু,,,

      আমার ভালোবাসা রইল।

  2.  বরাবরই আপনার প্রেম মাখানো প্রকৃতি ও বর্ষার কবিতা আমাকে বেশ মুগ্ধ করে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।