ঝরা ফুল

একটি ঝরা ফুল,
শুকনো পাতার মর্মর শব্দে কয়েকটি কাঁটা,
সেঁদো মাটির গন্ধ্যে লেপ্টে থাকা বিরহ ক্ষত,!

আজ বিকেলের বৃষ্টি শেষে নতুনত্ব হরণ করেছে,
তোমাকে একবার দেখবে বলে দু’চোখ রাঙিয়ে,!

আদ্ররিত তুমি স্মৃতিচারিত সুখ বুকের কোণে কাঁদে
আসো নি তুমি নেই তোমার পদচিহ্ন,শূন্যময় মৃত্তিকা,!

একটি ঝরা ফুল,
পাপড়ি গুলো মুখ থুবড়ে পড়া,নেই নি কেউ যতনে,
তোমাকে ভেবে স্বপ্নগুলো ঘর ছাড়া আজ নির্বাসনে,!

২১/০৯/১৮

20 thoughts on “ঝরা ফুল

  1. তুমি নেই তোমার পদচিহ্ন, শূন্যময় মৃত্তিকা! চমৎকার প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. আপনার লিখায় আপনার নিজস্ব এক ধরণের প্যাটার্ন রয়েছে। আমার ভালো লাগে কবি। :)

  3.  অপুর্ব সুন্দর বিরহের কবিতা! তবে কবিতা গঠনে একটি ভিন্ন প্যাটার্ন লক্ষ্য করলাম এবং অসধারণ!!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. আদ্ররিত তুমি স্মৃতিচারিত সুখ বুকের কোণে কাঁদে
    আসো নি তুমি নেই তোমার পদচিহ্ন,শূন্যময় মৃত্তিকা,!————

মন্তব্য প্রধান বন্ধ আছে।