একটি ঝরা ফুল,
শুকনো পাতার মর্মর শব্দে কয়েকটি কাঁটা,
সেঁদো মাটির গন্ধ্যে লেপ্টে থাকা বিরহ ক্ষত,!
আজ বিকেলের বৃষ্টি শেষে নতুনত্ব হরণ করেছে,
তোমাকে একবার দেখবে বলে দু’চোখ রাঙিয়ে,!
আদ্ররিত তুমি স্মৃতিচারিত সুখ বুকের কোণে কাঁদে
আসো নি তুমি নেই তোমার পদচিহ্ন,শূন্যময় মৃত্তিকা,!
একটি ঝরা ফুল,
পাপড়ি গুলো মুখ থুবড়ে পড়া,নেই নি কেউ যতনে,
তোমাকে ভেবে স্বপ্নগুলো ঘর ছাড়া আজ নির্বাসনে,!
২১/০৯/১৮
দারুণ চিত্রকল্প! মুগ্ধ হয়ে পড়লাম!
অশেষ কৃতজ্ঞতা জানবেন,,,,,শ্রদ্ধেয়
তুমি নেই তোমার পদচিহ্ন, শূন্যময় মৃত্তিকা! চমৎকার প্রিয় কবি দা।
প্রেরণা পেলাম অনেক,,কৃতজ্ঞতা জানবেন,,,,শ্রদ্ধেয় কবি,,,
ভালো লাগলো
শুভকামনা থাকলো।

আন্তরিক শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়,,,
আপনার লিখায় আপনার নিজস্ব এক ধরণের প্যাটার্ন রয়েছে। আমার ভালো লাগে কবি।
জেনে প্রেরণা পেলাম স্যার,,,
কৃতজ্ঞতা স্যার
খুব ভাল লাগল
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
চমৎকার।
শুভেচ্ছা জানবেন প্রিয়
সুন্দর হয়েছে ভাই।
কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি
* বাহ! বেশ চমৎকার হয়েছে…
আন্তরিক শুভেচ্ছা জানবেন প্রিয়
অপুর্ব সুন্দর বিরহের কবিতা! তবে কবিতা গঠনে একটি ভিন্ন প্যাটার্ন লক্ষ্য করলাম এবং অসধারণ!!!
অশেষ কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়,,
আদ্ররিত তুমি স্মৃতিচারিত সুখ বুকের কোণে কাঁদে
আসো নি তুমি নেই তোমার পদচিহ্ন,শূন্যময় মৃত্তিকা,!————
শুভেচ্ছা রইলো প্রিয় কবি