৪০ বছর পুর্তি

অবাক হবারই কথা! যেখানে দুপুরে যা খেয়েছি তা আর রাতে খেতে ইচ্ছা করেনা। সেই আমি একই জেলর এর অধীনে একই কারাগারে কি করে ৪০টি বছর (১৯৭৮-২০১৮) কাটিয়ে দিলাম! এ এক মস্ত আশ্চর্যের বিষয়, এও কি বিশ্বাস হয়?
আবার আমার মা বলেছিলেন এই দিনেই আমি পৃথিবীর আলো বাতাসে এসেছিলাম।

উপরের এই ভদ্রমহিলার কারাগারে আমি সুদীর্ঘ ৪০ট বছর ধরে বন্দী জীবন যাপন করছি। আমি একজন সহজ সরল সুবোধ বালক। জীবনে কোন অপরাধ করিনি তাই কিছুতেই ভাবতে পারছিনা কেন আমার এই শাস্তি। কেও কোনদিন কোন জামিনের চেষ্টাও করেনি বলে কোন জামিন পাইনি। কোন ছুটি বা অবসর বলতে এই কারাগারে কোন সুবিধা পাইনি। তবে ভাগ্য গুনে মজার মজার খাবার যখন যা চেয়েছি তা অঢেল পেয়েছি, এদিক দিয়ে তিনি কোন কৃপণতা করেননি। আবার কত মান-অভিমান, দুঃখ-কষ্ট, রাগ-বিরাগ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, নিরাপদ আশ্রয় এমনি অনেক কিছু বোনাস পেয়েছি। সাথে আরও অনেক কিছু পেয়েছি যেমন, মায়া মমতা, ভালবাসা এমনি কত কী। এই কারা জীবনেই আমার জেলর ম্যাডাম আমাকে তিনট রাজকন্যা উপহার দিয়েছেন।

এই কারাগারের একটা বিষেষ সুবিধা আছে, এখানে আমি একাই ছিলাম, কপাটটা ছিল দারুন মজবুত তাই আর কেও ঢুকতে পারেনি।

প্রিয় বন্ধুগন, আরও কত কী বলার আছে কিন্তু এই মুহুর্তে মনে আসছেনা পরে মনে পরলে জানাব, দয়া করে অপেক্ষায় থাকুন।

22 thoughts on “৪০ বছর পুর্তি

  1. মুগ্ধতা নিয়ে পড়লাম।

    দুপুরের খাবার রাতে খেতে ইচ্ছে হয়না ঠিক। কিন্তু গাছটা যখন গজার হয় যতদিন যায় ওটা ততো ধনী হতে থাকে। দুপুরের চেয়ে রাতে বেশি ধনী, দিনের চেয়ে মাসে এবং এইভাবে চল্লিশ বছর গেলে সব মানুষ অবাক হয়ে দেখে, কী দামি এই গাছটা!

    চল্লিশ বছরের কারাবাস শত বছর পূর্ণ হোক- মন থেকে দোয়া করছি। 

  2. একই জেলর এর অধীনে একই কারাগারে ৪০টি বছর। অগাধ আস্থা আর বিশ্বাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. মনে আসলে বাকিটা জানাবেন। কারা কর্তৃপক্ষও কিন্তু আপনার সাথে ৪০ বছর। তাহলে ধরে নেয়া চলে কর্তৃপক্ষ এবং আপনি সাথে ছানাপোনা একই দেয়ালের বাসিন্দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

      1. বাহ! এত্ত সুন্দর ঝিলিমিলি anniversary দেইখা পরানডা জুরাইয়া গেল। আর এত বড় কেক দুইজনে কেমনে খামু আপনেও আমাগো শব্দনীড়ের বন্ধু-বান্ধব নিয় আসেন।

        https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

  4. আপনার জন্মদিন আর বিবাহ বার্ষিকী’র প্রাণঢালা শুভেচ্ছা রইলো। :)

  5. শুভ ৪০ তম বিবাহ বার্ষিকী! দোয়া করি এভাবেই চলুক আরও ৪০ বছর।

    হ্যাপি এনিভার্সারী https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ভাইজান, আমার দুঃখের কথা বুঝলেননা ভাই। আমি কারাবন্দী জীবনযাপন করতেছি আর আপনে কইতেছেন আরও ৪০ বছর কাটাইতে। সবাই একই কথা কইতেছে! মনের দুঃখে কই যামু?https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।