শরণার্থী
এখানে রোহিঙ্গা শিবিরে মুসলিম শরণার্থী,
এরা সবাই ক্লান্ত পথিক !
যেমন পড়ে রয় মৃত সাদা দাড়কাক,
নির্জন প্রান্তরে পা ছড়িয়ে ।
ঠিক তেমন ।
এখানে ক্রমাগত নিরবতা ছড়িয়ে পড়ছে ।
দিনের পর দিন,
রাত্রির পর রাত্রি—ছড়িয়ে পড়ছে ।
ভাগ্যের নির্মম পরিহাসে এই শরণার্থী হয়ে
মানবতার ঠুনকো কার্নিশে
এরা সবাই নির্বাক পরজীবি !
ওদের বেড়ে ওঠার অর্ধ-পথে ঝুলে আছে
মৃত্যু দ্রুত হাতে নিয়ে নিঃকৃষ্ট নির্যাতনের
এক একটি চুম্বন ।
এখানে রোহিঙ্গা শিবিরে মুসলিম শরণার্থী,
এরা সবাই ক্লান্ত পথিক !
যেমন পড়ে রয় মৃত সাদা দাড়কাক,
নির্জন প্রান্তরে পা ছড়িয়ে ।
ঠিক তেমন ।
22-09-17
বিঃদ্রঃ উৎসর্গ ঘর ছাড়া রোহিঙ্গাদের প্রতি,,!
ভাল লেখা
কৃতজ্ঞতা শ্রদ্ধেয়
'ভাগ্যের নির্মম পরিহাসে এই শরণার্থী মানবতার ঠুনকো কার্নিশে নির্বাক পরজীবি!'
কৃতজ্ঞতা শ্রদ্ধেয় স্যার
ওদের বেড়ে ওঠার অর্ধ-পথে ঝুলে আছে
মৃত্যু দ্রুত হাতে নিয়ে নিঃকৃষ্ট নির্যাতনের
এক একটি চুম্বন ।——————-
কৃতজ্ঞতা শ্রদ্ধেয় কবি
রোহিঙ্গাদের দিনলিপি তুলে ধরেছেন। ওরা আসলে যাবে কোথায় ?
এমন প্রশ্ন আমারও শ্রদ্ধেয় কবি,কৃতজ্ঞতা জানবেন
সমসাময়ীক প্রেক্ষাপট নিয়ে লেখা এক চমকিত কবিতা!
কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়