পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে।
আমাদের বাংলাদেশে যেমন আছে-
জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার।
জাতীয় মাছ – ইলিশ।
জাতীয় পাখি – দোয়েল।
জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক।
এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”।
প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ শেষ ৭টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিতো হই তাদের সাথে।
১২৯। যুক্তরাজ্য (United Kingdom)
সিংহ (Lion)
ইউরোপিয়ান রবিন (European Robin )
(হরিণ) Red Deer
লাল শিয়াল (Red Fox )
মুক রাজহাঁস (Mute Swan)
Unicorn (কাল্পনিক)
বুলডগ (Bulldog)
লাল চিল (Red Kite)
১৩০। মার্কিন যুক্তরাষ্ট্র
ঈগল (Bald Eagle)
আমেরিকান বাইসন (American Bison)
১৩১। উরুগুয়ে Uruguay
Rufous Hornero (বাংলা নাম জানা নেই)
১৩২। ভিয়েতনাম Vietnam
বাঘ (Tiger)
মহিষ (Water Buffalo)
ড্রাগন (Dragon)
১৩৩। ভেনেজুয়েলা Venezuela
Turpial (বাংলা নাম জানা নেই)
১৩৪। জাম্বিয়া Zambia
ঈগল (African Fish Eagle)
১৩৫। জিম্বাবুয়ে Zimbabwe
এ্যান্টিলোপ (Sable Antelope)
তথ্য ও ছবি : সংগ্রহীত
আপনার পোস্টে হাজিরা দিতে আবারও মনটা ফ্রেশ হয়ে গেলো।
এটা আমার বিরাট পাওনা।
ভাল লাগছে
শুকরিয়া
অসাধারণ এই প্রাণী। বিশ্বস্ত একজন। _______ ঝলমলে পোস্টের অভিনন্দন স্যার।
ঠিক বলেছেন। এর বিশ্বস্ততার কোন তুলনা নাই।
অপূর্ব পোস্ট ছবি দা।
এই পর্বেই এই সিরিজ শেষ হলো।
বাহ ! খুব সুন্দর আয়োজন !
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ইংল্যান্ডঃ সিংহ এবং শেয়াল ( হিংস্রতা আর ধুর্ততার গোলক ধাঁধাঁ)
আমেরিকাঃ ঈগল (এমন হিংস্র যা অন্য প্রা্ণীর পক্ষে সম্ভব নয় – বিষাক্ত সাপ গিলে খায়)
দেশ গুলির চরিত্রের সাথে বেশ মিল পেয়েছেনতো!!!