সুরের খেয়া

নিঝুম নীল সাগর তীরে
এলোমেলো ঢেউ আসে ধীরে ধীরে
তোমার গানে সুরের খেয়া বেয়ে।

নীলিমার নিচে এ গান
যদি শুনতে চায় শান্ত সাগর
বলব তাকে না না শুন না
এ গান শুধু আমারই
বেধে রেখেছে অনুরাগ দিয়ে।

ওই নীলাঞ্চল উড়িয়ে
দখিণা চৈতি হাওয়ায়
জড়ালে আপন খেয়ালে
হৃদয় বীণার ঝঙ্কারে
ভালবেসে তুমি আনমনে।

14 thoughts on “সুরের খেয়া

  1. গীতি কবিতাটি পড়লাম প্রিয় বন্ধু। প্রচ্ছদে দেখি আমাদের রাজপুত্র !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2.  

    "নিঝুম নীল সাগর তীরে
    এলোমেলো ঢেউ আসে ধীরে ধীরে
    তোমার গানে সুরের খেয়া বেয়ে"।

    —একটা ছবি চোখে ভাসালাম, মনে ভাসালাম। 

     

    1. প্রচ্ছদের ভদ্রলোক বাবু না দিদি, দুর্দান্ত চঞ্চল। আমার মেঝ মেয়ের ছেলে। আমি নিশ্চিত আপনি যদি ইনার সাথে ১০ মিনিট আলাপ করেন তাহলে ইনার প্রেমে পরে যাবেন। হা হা হা, নাতিতো তাই বললাম। দেখেছেন কেমন হলিউডের হিরোদের মত সাগরের দিকে তাকিয়ে আছে। আপনাদের সবার আশীর্বাদ ওদের পাথেয়।

      ধন্যবাদ দিদি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।