রাতের আকাশে ফোটেনি তারা
শুধু তুমি ছিলে না বলে
এখনও বহেনি বসন্ত বাতাস
শুধু তুমি আসনি বলে
ঝরে গেছে সব না ফোটা বকুল
তুমি ছিলে না বলে।।
শুধু তুমি ছিলে না বলে
এখনও বহেনি বসন্ত বাতাস
শুধু তুমি আসনি বলে
ঝরে গেছে সব না ফোটা বকুল
তুমি ছিলে না বলে।।
আমিতো সুদূর পানে চেয়ে রয়েছি
তোমার পথ চেয়ে
হৃদয় সাগরে তেমনি করে
সোনার তরী বেয়ে
কখনও ভুল করে আবার
যদিবা তুমি আস ফিরে।।
বুঝিবা আজ মিছে হল
শুধু এই পথ চাওয়া
একা একা বসে থাকা
আর গুন গুন গান গাওয়া
ঝরে গেল হায় আমার
না বলা কথার মুকুল।।
'বুঝিবা আজ মিছে হল শুধু এই পথ চাওয়া
একা একা বসে থাকা আর গুন গুন গান গাওয়া
ঝরে গেল হায় আমার না বলা কথার মুকুল।' ___ অসাধারণ প্রিয় বন্ধু।
ধন্যবাদ প্রিয় বন্ধু।



কি দারুন কি দারুন ভাই জান কবিতার জয় হউক
কবিতার জয় হলেও পকেট যে ভরেনা ভাইজান! কি জ্বালা! কিজ্বালা!!
আমার এই পথ চলাতেই আনন্দ … শুভেচ্ছা খালিদ দা।
ধন্যবাদ দিদিভাই। ভালবাসা অবিরাম।







মন ভুলানো রোমান্টিক কাব্য লিখেছেন খালিদ ভাই!
কার মন ভুলাতে চান ভাই? আগে প্রমিশন না নিলে কিন্তু কারোই মন ভুলবেনা মনে থাকে যেন!
কখনও ভুল করে আবার
যদিবা তুমি আস ফিরে।।
* ওয়াও! রোমান্টিক প্রিয় কবি বন্ধু…
এদেশের বুকে আঠারো এসেছে নেমে। শুভরাত্রি।
ধন্যবাদ সুপ্রিয়। অনেক অনেক ভালবাসা।