হলো কি, ময়ুর- ময়ুরী জোড়ে
বর্ষাবনে বেড়াতে এসেছে।
মেঘে মেঘে ভিড়াক্কার,
অন্ধকারে হানাবাড়ি খর- বনতল,
এ্যাতো মেঘ- এ্যাতোটাই কাজলী আকাশ
তবু কোনো সুরে নেই, ছন্দে নেই,
নাচে নেই ঘন মনোযোগ,
কুলভাঙ্গা ভুল স্রোতের
অগত্যার বাধ্যবাধকতায়
দু- পক্ষই শশব্যস্তে
সশঙ্ক পালক ঝরায়।
সংক্ষিপ্তে পরিচ্ছন্ন কবিতা বন্ধু।
শুভেচ্ছা জানাই ।
বাহ দারুন কবি, বিরহ প্রতাপ,,,,,,,
অনেক ধন্যবাদ ।
শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে দিলাম দিদি ভাই। প্রণাম।
তুমিও শারদীয়া শুভেচ্ছা জেনো।