সৌমিত্র চক্রবর্তীর কবিতা

সৌমিত্র চক্রবর্তীর কবিতা

নতুন হিমালয়ে ধাক্কা খেয়ে পাহাড় প্রমাণ
মেঘ আছড়ে পড়ছে উলম্ব,
গ্রহানুপুঞ্জে একলা পাথরের ঘরে
চমকে উঠছি, চারপাশে বাজ পড়ছে বৃত্তাকারে।

দুর্ভেদ্য সম্পর্ক সকল দীঘল নারী,
উচ্ছ্বাসে খেলা করে কিশোরী বালিকা হয়ে,
বুক থেকে ওড়না সরিয়ে
পতপত পতাকা ওড়ায় আমার গাম্ভীর্য ছিঁড়ে,
সারা গায়ে, মুখে খেলা করে
এক পা গোঁফের প্রান্তে অন্য
টুকটুকে পা কানের লতিতে
চুমু খায় – চুমু খায় সিগারেট লাঞ্ছিত
নিগার ঠোঁটে গভীর আবেশে।

রাতআকাশের মেঘেদের কালো রং
নীলামে চড়িয়ে কোনো অর্বাচীন
লাল ছড়িয়েছে তুলির মায়ায়।
প্রেম বসে আছে সদ্য টিন ধানের শিসের আগায়
ইশারায় ডাকে কুঁড়ি স্তনের আভাস।

রাত্রির মন আছে, রাত্রির দেহ,
রাত নামে ভয়ংকর সুনামি ঝড়ে –
নিজেও নগ্ন হয়ে আমার চতুর্বক্ত্র
নেড়েচেড়ে পাগল করে, বাজ পড়ে
বারবার খোলা মাঠে, গভীর গুহায়
বাজ পড়ে অন্ত্যজ মধ্য মননে,
রাত্রি আসে, রাত্রি থাকে, বালিকা রাত্রি
বাঁচতে শেখায় আবার, আরো একবার।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

20 thoughts on “সৌমিত্র চক্রবর্তীর কবিতা

  1. রাত্রির গভীরতা কাব্যিক ভাষা পেয়ে যেন অন্যমাত্রা পেয়েছে।  

     

    খুব ভালো লাগলো। 

  2. দুর্ভেদ্য সম্পর্ক সকল দীঘল নারী,
    উচ্ছ্বাসে খেলা করে কিশোরী বালিকা হয়ে,——চমৎকার

  3. সৌমিত্র চক্রবর্তীর কবিতার জন্য প্রিয় কবি সৌমিত্র'কে স্পেশাল থ্যান্কস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. শুরুটা বুঝতে কষ্ট হয়েছে অনেক, শুরুটা চার পাঁচ বার পড়ার আস্তে আস্তে বুঝতে পারলাম, ধীরে ধীরে সম্পূর্ণ কবিতাটা পড়ে ফেললাম। এভাবে লিখতে হয় না কবি………

    রাত্রি আসে, রাত্রি থাকে, বালিকা রাত্রি
    বাঁচতে শেখায় আবার, আরো একবার।

     

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. রাত্রি আসে, রাত্রি থাকে, বালিকা রাত্রি
    বাঁচতে শেখায় আবার, আরো একবার।

     

    * আপনার তুলনা আপনি নিজেই…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    অসাধারণ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।