আক্রমণ

আক্রমণ

বড্ড বেয়াড়া আমাদের হৃদয়
বেয়াড়া মস্তিষ্ক,

বেয়াড়া ও আক্রমণাত্মক;

মাঝে মাঝে এমন বেয়াড়া আক্রমণ করে!
যে মন ঘুমিয়ে পরে মাটির ঘরে;

আচ্ছা মাটির ঘর কি খুব অন্ধকার?
ওখানে হাসি আছে?
আনন্দ?
দুঃখ?
বেদনা?
একদিন আমিও জানব
দেখিস! ঠিক জানব;

কেন এত হৃদয়ের আক্রমণ চারিদিকে?
কেনই বা মস্তিষ্কের ক্ষরণ, অন্ধকারে?

এক একটি আক্রমণ
অনেকগুলো কান্না;
আক্রমণ কি বোঝে?
উঁহু! বোঝে না;

আনন্দ তো সবাই আঁকে
আমি না হয় একটু দুঃখই আঁকলাম,
হৃদয় কিংবা মস্তিষ্কের আক্রমণে।

4 thoughts on “আক্রমণ

  1. আমি না হয় একটু দুঃখই আঁকলাম,
    হৃদয় কিংবা মস্তিষ্কের আক্রমণে।——-সুন্দর

মন্তব্য প্রধান বন্ধ আছে।