ভ্রাংগেল দ্বীপ

ভ্রাংগেল দ্বীপ

দ্বীপ সরকার

সন্দেশের মতো মেঘের ফেনা দলবদ্ধ এবং সারি সারি
পা পিচলে পড়ি- পুনরায় চড়ি দ্বীপে
ঘন নিঃশ্বাসের দলা আটকে যায় গলায়
নিসৃত নিস্তব্ধ উজানের ঢেউ এসে লাগে
আমি চেটেপুটে খাই মেঘ,কুয়াশা আর কিছু ভয়

কেউ যায়নি ওখানে, ওতোদূর – তবে আমি গিয়েছি
বোম্বিং শব্দের মতো ফেটে যায় দ্বীপ -ভ্রাংগেল দ্বীপ
সীমানার নিকট কিছু অচেনা পাখি এসে আমাকে ভাবে পোকামাকড়—-
তাই আমার চোখেমুখে ঠোকর দেয়

বিস্ময় জমিয়ে রাখা চোখ – মিলিয়ন পরিমাণ ভাষা
ঠোকরে ঠোকরে অচেনা পাখিসব কেড়ে নিয়েছে
ভ্রাংগেল দ্বীপ তার দুই পা প্রশস্ত করলে আমি ঢুকে যাই

নীলগুলো কাছাকাছি গোত্রের মনে হয়েছে
এবং আকাশ তার সমগোত্রীয় বিচরণভূমি-
মাছগুলো লুদলুদে গোপনের কাছে যায়;
ভিরের ভেতর বহুদূর – বহুপ্রাচিন কলকারখানার জংঘা থেকে ওদের বংশবিস্তার

আমি বিবিক্ত মানু্ষ-ফিরে আসি নুই নুই করে নিজ গ্রামে।

5 thoughts on “ভ্রাংগেল দ্বীপ

  1. অনেক অনেক সুন্দর আপনার কবিতার ভাব এবং শব্দবাক্য। শুভেচ্ছা কবি দ্বীপ সরকার।

  2. চমৎকার কবিতা প্রিয় কবি। পোস্টের লিখা ইটালিক হওয়ায় ঘাড় কাৎ করে পড়তে হলো। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।