সময় বদল
অমাবস্যা জ্যোৎস্নাকে বলে
চলো কাল দেখা করি, দিনে;
জ্যোৎস্না মুচকি হেসে উত্তর দেয়
রাতের আকাশে চাঁদটাকে দেখছ?
দিনে হয়ে যাবে সূর্য,
রাতের আকাশের রঙ দেখেছ?
কেমন ঘোলাটে ধুসর
দিনে ফুটে উঠবে নীল,
ফারাক বিস্তর, দিন আর রাতে
ফারাক বিস্তর, চাঁদ আর সূর্যে
ফারাক বিস্তর, আলো আর অন্ধকারে
বিস্তর ফারাক, কালকের আর আজকের মাঝে,
ফারাক কালের
ফারাক সময়ের
ফারাক অনুভবের;
ঘড়ির বুকে কান পাত
খুব গভীর ভাবে,
ঢং ঢং শুনতে পাচ্ছ?
সময় বদলাচ্ছে প্রতিনিয়ত;
বদলাচ্ছ তুমি
বদলাচ্ছি আমি
বদলাচ্ছে কাল;
কাল তোমার কাছে আগামী
আমার কাছে গত;
আমি বাঁচি বর্তমানে।
আপনার কবিতা আমার কাছে সব সময়ের প্রিয় জীবন বাবু।

ধন্যবাদ রিয়া
‘সময় বদলাচ্ছে প্রতিনিয়ত’ সত্য উচ্চারণ। ভালো লাগল কবিতাটি
ধন্যবাদ ভাই
সুন্দর, নতুনত্বে ভরা এক কবিতা। ভালো লাগা
ধন্যবাদ ভাই
ফারাক বিস্তর, দিন আর রাতে
ফারাক বিস্তর, চাঁদ আর সূর্যে————
ধন্যবাদ ভাই
বেশ ভালো হয় আপনার কবিতা গুলো।
ধন্যবাদ দাদা
সময় বদলাচ্ছে প্রতিনিয়ত; বদলাচ্ছ তুমি বদলাচ্ছি আমি বদলাচ্ছে কাল;
ধন্যাবাদ ভাই
কাল তোমার কাছে আগামী
আমার কাছে গত;
আমি বাঁচি বর্তমানে।
* দার্শনিক কবি…