সময় বদল

সময় বদল

অমাবস্যা জ্যোৎস্নাকে বলে
চলো কাল দেখা করি, দিনে;

জ্যোৎস্না মুচকি হেসে উত্তর দেয়
রাতের আকাশে চাঁদটাকে দেখছ?
দিনে হয়ে যাবে সূর্য,
রাতের আকাশের রঙ দেখেছ?
কেমন ঘোলাটে ধুসর
দিনে ফুটে উঠবে নীল,
ফারাক বিস্তর, দিন আর রাতে
ফারাক বিস্তর, চাঁদ আর সূর্যে
ফারাক বিস্তর, আলো আর অন্ধকারে
বিস্তর ফারাক, কালকের আর আজকের মাঝে,
ফারাক কালের
ফারাক সময়ের
ফারাক অনুভবের;

ঘড়ির বুকে কান পাত
খুব গভীর ভাবে,
ঢং ঢং শুনতে পাচ্ছ?

সময় বদলাচ্ছে প্রতিনিয়ত;
বদলাচ্ছ তুমি
বদলাচ্ছি আমি
বদলাচ্ছে কাল;

কাল তোমার কাছে আগামী
আমার কাছে গত;
আমি বাঁচি বর্তমানে।

13 thoughts on “সময় বদল

  1. ‘সময় বদলাচ্ছে প্রতিনিয়ত’ সত্য উচ্চারণ। ভালো লাগল কবিতাটি

  2. ফারাক বিস্তর, দিন আর রাতে
    ফারাক বিস্তর, চাঁদ আর সূর্যে————

  3. সময় বদলাচ্ছে প্রতিনিয়ত; বদলাচ্ছ তুমি বদলাচ্ছি আমি বদলাচ্ছে কাল; https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. কাল তোমার কাছে আগামী
    আমার কাছে গত;
    আমি বাঁচি বর্তমানে।

     

    * দার্শনিক কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।