আজ আকাশের মন ভালো নেই,
মেঘে মেঘে ছেয়ে থাকা সমস্ত নীল,
আকাশের মন আজ সত্যিই ভালো নেই!!
কালো মেঘের জড়াজড়ি,
আকাশে চিলের উড়াউড়ি,
সোনালীর ডানার চিলের পাখায় আজ,
বিষাদের কালো ছায়ার মাখামাখি।
বিষন্ন সময় গ্রাস করে ধীরে ধীরে,
সমস্ত চরাচর,
সমস্ত জানাশোনা,
দুঃখের তিমিরে এক গভীর দুঃখবোধ,
জীবনের সমস্ত জমিন নিয়েছে দখলে,
আশা ভরসার পথ গুলো চলেছে বেপথে।
ঈশানের এক খন্ড কালো মেঘ,
সকল সম্ভাবনার দুয়ারে তালা দিতে দিতে,
ছেয়ে ফেলে সারা আকাশ,
ছেয়ে ফেলে জীবনের সব আলো,
আশা ভরসার ভাব – ভালোবাসা,
একে একে নিভে যাওয়া সময়।
দুঃখের তিমিরে এক গভীর দুঃখবোধ,
জীবনের সমস্ত জমিন নিয়েছে দখলে,
আশা ভরসার পথ গুলো চলেছে বেপথে।
দুঃখবোধকে দারুণ ফুটিয়ে তুলেছেন কবি দা।
অনেক সুন্দর হয়েছে কবিতাটি।
বিষাদ নয় কবি; জীবনে আলোর পথ দেখতে চাই। চলুন সে পথে মি. কাজী রাশেদ।
আপনার জন্য শুভেচ্ছা রইলো ভাই।
ঈশানের এক খন্ড কালো মেঘ,
সকল সম্ভাবনার দুয়ারে তালা দিতে দিতে,
ছেয়ে ফেলে সারা আকাশ,
* অনেক সুন্দর ভাষাচিত্রে…