বিষাদ স্বপ্ন

বিষাদ স্বপ্ন

জীবন জুড়ে মনের খামে
পূর্ণ হলো চিঠির বোঝা,
স্বপ্ন তো নেই – তবু কেন
এমনি করে তাকে খোঁজা ?
হৃদয় জুড়ে বিষাদ সাগর
এক দু’ফোটা চোখের জলে,
ঝলসে যাওয়া ইচ্ছেগুলো
কবর খুঁড়ে থাকতে বলে।

একলা কাটে বেরং জীবন
হৃদয়ে ক্ষত রক্ত নদী।
বইয়ে ভাঁজে শান্তি খুঁজি,
ইচ্ছে মৃত্যু থাকতো যদি!
দুঃখের ‘পরে দুঃখের পরত
শহর জুড়ে সুখের ডানা।
আমার আছে বিষাদ পাখা,
নীল আকাশে উড়তে মানা।

অলীক ভাবনা রাত্রি দুপুর
আবোল তাবোল স্বপ্ন দেখা।
অনন্তকালের অপেক্ষা আর,
জীবন স্রোতে ভাসতে থাকা।
বিষাদ নামে মনের খামে
পূর্ণ হলো চিঠির বোঝা,
ঝলসে যাওয়া স্বপ্নগুলোর
আকাশ জুড়ে জীবন খোঁজা।

21 thoughts on “বিষাদ স্বপ্ন

  1. আকাশ জুড়ে জীবনকে খোঁজা — খুব চমৎকার কবিতা । 

    ভালো লেগেছে দিদিভাই 

  2. অলীক ভাবনা রাত্রি দুপুর
    আবোল তাবোল স্বপ্ন দেখা।
    অনন্তকালের অপেক্ষা আর,
    জীবন স্রোতে ভাসতে থাকা। সব কিছুই বলে ফেলা। অপুর্ব এক কবিতা। মন টা খারাপ হয়ে ছিলো। কিছুটা হলেও ভালো হলো।

     

  3. বইয়ে ভাঁজে শান্তি খুঁজি,
    ইচ্ছে মৃত্যু থাকতো যদি!
    দুঃখের ‘পরে দুঃখের পরত
    শহর জুড়ে সুখের ডানা।———-চমৎকার গীতি কবিতা

  4. ছড়াদাদু'র পাঠশালা কতটা উপকারে এলো এবার বোঝা যাবে। শংকর দেবনাথ দা কোথায় আপনি। দেখুন তো রিয়া ম্যাডামের লিখা ঠিক আছে কিনা ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    1. ছড়াদাদু !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif স্বীকার করে নিচ্ছি লেখায় ভুল আছে। আগামী খেয়াল থাকবে। devil

  5. দুঃখের ‘পরে দুঃখের পরত
    শহর জুড়ে সুখের ডানা।
    আমার আছে বিষাদ পাখা,
    নীল আকাশে উড়তে মানা।

     

    * বিষাদ মানুষকে অনেক উপরে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যায় যদি নির্লিপ্ত হওয়া যায়।  অসাধারণ এক কবিতা উপহার দিলেন প্রিয় কবি দি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  6. মনকাড়া ছন্দে লিখেছেন। পুরো কবিতাটাই খুব ভালো লেগেছে। কিছু লাইন অসাধারণ। যেমন প্রথম প্যারায় লিখেছেন-

    স্বপ্ন তো নেইতবু কেন
    এমনি করে তাকে খোঁজা ?

    উত্তরটা সবারই জানা। তবুও প্রশ্নটা করে কী যেন কিছু একটাকে উসকে দেয়া হয়েছে!

    শেষের প্যারাতেও-

    ঝলসে যাওয়া স্বপ্নগুলোর
    আকাশ জুড়ে জীবন খোঁজা

    শেষ লাইনটা দারুণ ব্যঞ্জনাময়!

  7. অতীতের চৌকাঠ মারিয়ে বর্তমানের কাতারে দাঁড়িয়ে ভবিষ্যত চৌকাঠ পেরুনোর স্বপ্ন দেখার নামই জীবন

মন্তব্য প্রধান বন্ধ আছে।