বসন্ত মেলা

শীতের শেষে বসন্ত মেলায়
এক স্বর্ণকেশীকে দেখেছি সেদিন
সাগর তীরে বালুকা বেলায়।

নীল সাগরের মুক্তা হয়ে
পায়ে পায়ে ছন্দ তুলে
সৈকত কুমারী সেজে সে
আপন মনে ঘুরে যে বেড়ায়।

প্রবাল দ্বীপের পথ চেয়ে
আচলে ঢেকে দিশা হারায়
এলো চুল বাতাসে ওড়ে
ঝিনুকের মালা জড়ানো গলায়।

12 thoughts on “বসন্ত মেলা

  1. আপনাকে দারুণ এবং হ্যাণ্ডসাম দেখাচ্ছে খালিদ দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. "প্রবাল দ্বীপের পথ চেয়ে
    আচলে ঢেকে দিশা হারায়
    এলো চুল বাতাসে ওড়ে
    ঝিনুকের মালা জড়ানো গলায়"।

    —খুব মিষ্টি করে মিষ্টি মেয়েটিকে এঁকেছেন! চোখে ভাসলো।

  3. শীতের শেষে বসন্ত মেলায়
    এক স্বর্ণকেশীকে দেখেছি সেদিন
    সাগর তীরে বালুকা বেলায়।

     

    * বিমুগ্ধ, সুপ্রিয় কবি বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।