শীতের শেষে বসন্ত মেলায়
এক স্বর্ণকেশীকে দেখেছি সেদিন
সাগর তীরে বালুকা বেলায়।
এক স্বর্ণকেশীকে দেখেছি সেদিন
সাগর তীরে বালুকা বেলায়।
নীল সাগরের মুক্তা হয়ে
পায়ে পায়ে ছন্দ তুলে
সৈকত কুমারী সেজে সে
আপন মনে ঘুরে যে বেড়ায়।
প্রবাল দ্বীপের পথ চেয়ে
আচলে ঢেকে দিশা হারায়
এলো চুল বাতাসে ওড়ে
ঝিনুকের মালা জড়ানো গলায়।
আপনাকে দারুণ এবং হ্যাণ্ডসাম দেখাচ্ছে খালিদ দা।
দিদিভাই কি আর কহিব! সে রামও নেই সে অযোধ্যাও নেই, সে দিনও আর নেই। আপনার বৌদি কি আর এমনি এমনি পাগল হয়েছিল?

হাহাহাহা।
দিদি, প্লিজ তোমার বৌদিরে এই কথা কইওনা। তাইলে ঘরে আমার জায়গা হইবনা।
"প্রবাল দ্বীপের পথ চেয়ে
আচলে ঢেকে দিশা হারায়
এলো চুল বাতাসে ওড়ে
ঝিনুকের মালা জড়ানো গলায়"।
—খুব মিষ্টি করে মিষ্টি মেয়েটিকে এঁকেছেন! চোখে ভাসলো।
মিষ্টি না ঝাল কেমনে বুঝলেন ভাই?

লেখা আর ছবি সংযোজন দেখে ভালো লাগলো।
হ্যা দাদা, ওখনে আটলান্টিকের পাড়ে বসেই লিখেছিলাম। ভালবাসা অবিরাম।
ওহোহো। গ্রেট প্রিয় বন্ধু।
ভালবাসা অফুরান বন্ধু।

শীতের শেষে বসন্ত মেলায়
এক স্বর্ণকেশীকে দেখেছি সেদিন
সাগর তীরে বালুকা বেলায়।
* বিমুগ্ধ, সুপ্রিয় কবি বন্ধু।
সুপ্রিয় কবি বন্ধু।