ফাগুনের কবিতা ৪

ফাগুনের কবিতা ৪

ফাগুন দিনে রোদের হোলি
গায় মাখিয়ে তোমায় খুঁজি
বই মেলাতে যত্রতত্র;
আসবে ভেবে চাতক হয়ে
অপেক্ষাতে প্রহর গুনি।

রোদ ঝড়ে যায়,
নিয়ন আলোয় চোখ জ্বলে যায়
তবু কেন ভুল ভাঙ্গে না;
বিশ্বাসে তে চির ধরে না।

ঠিক বসে ঠায় ঘাসের উপর শুকনা পাতা
হাতে তুলি গুড়িয়ে ফেলি বিষাদ সুরে;
ধীরে ধীরে সময় বারে ঘড়ির কাটায়
পসার গুলো বন্ধ হলে
বিসর্জনের বাজনা শুনি।

ঠিক জ্বলে যায় পথের আলো
বিরান মাঠে একলা আমি
ধীর পায়ে দু চার কদম
হঠাৎ করে দমকা বাতাস
হাত ছুঁয়ে যায় কোমল সুরে
যায় বলে যায়
অপেক্ষার প্রহর গুনে
ভালোবাসায় পাস করেছো।

17 thoughts on “ফাগুনের কবিতা ৪

  1. রোদ ঝড়ে যায়,
    নিয়ন আলোয় চোখ জ্বলে যায়
    তবু কেন ভুল ভাঙ্গে না;
    বিশ্বাসে তে চির ধরে না।————–

  2. যখন পড়ছিলাম মনে হয়েছে টিনের ঘরে  বসে আছি; নূপুর পায়ে বৃষ্টি এসে মন ভুলাচ্ছে।

    রোদ ঝড়ে যায়,
    নিয়ন আলোয় চোখ জ্বলে যায়
    তবু কেন ভুল ভাঙ্গে না;
    বিশ্বাসে তে চির ধরে না

    -কী দারুণ ! একবার পড়লাম। কথাগুলি এতো সুন্দর তাই আবার পড়লাম-

    ঠিক জ্বলে যায় পথের আলো
    বিরান মাঠে একলা আমি
    ধীর পায়ে দু চার কদম
    হঠাৎ করে দমকা বাতাস
    হাত ছুঁয়ে যায় কোমল সুরে
    যায় বলে যায়
    অপেক্ষার প্রহর গুনে
    ভালোবাসায় পাস করেছো

    এবং মুগ্ধতায় বুক পকেটটা ভরে নিলাম।

    কবিতাটা “ভালোবাসায় পাস  করেছে

  3. ঠিক বসে ঠায় ঘাসের উপর শুকনা পাতা
    হাতে তুলি গুড়িয়ে ফেলি বিষাদ সুরে;

     

    * অপূর্ব… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।