পাহাড়ের শূন্যতা
শূন্যতার মাঝে বৃত্ত দেখেতে নেই
জ্যামিতি’র সূত্রে বটবৃক্ষ ভাবতে নেই-
যোগ করতে করতে বিয়োগটা ভুলে
গেলে- শুধু পূর্ণিমাতে কিছুই রবে না।
তারপর প্রেম দেখো আধ্যাত্মিক সরে
যবনিকা নয়- সৃষ্টাচার যদি কবিতার
চয়ন হয়- তবেই স্বার্থক! এই শূণ্যের
মিলনে- চাঁদ তারার একপলকে জয়।
অতঃপর ঊর্মীর মুখে থেকে চিনার কি
ব্যর্থতা, মাটির রসে বসে পাহাড়ের ক্ষয়।
নাইস ওয়ান মি. আলমগীর সরকার।
জ্বি মুরুব্বী দা
কবিতা পাঠে ভাল লাগা
ও প্রেরণা দেওয়ার জন্য
অসংখ্যা ধন্যবাদ জানাই
ভাল থাকুন———
অসাধারন লিখেছেন প্রিয় দাদা! শুভেচ্ছা রইল!
অনেক শুভেচ্ছা কবিবাবু।
শুভেচ্ছা অভিনন্দন কবি লিটন ভাই।
অতঃপর ঊর্মীর মুখে থেকে চিনার কি
ব্যর্থতা, মাটির রসে বসে পাহাড়ের ক্ষয়।
* কবিতা ভালো লেগেছে প্রিয় কবি দা…
অনবদ্য