পাহাড়ের শূন্যতা

পাহাড়ের শূন্যতা

শূন্যতার মাঝে বৃত্ত দেখেতে নেই
জ্যামিতি’র সূত্রে বটবৃক্ষ ভাবতে নেই-
যোগ করতে করতে বিয়োগটা ভুলে
গেলে- শুধু পূর্ণিমাতে কিছুই রবে না।

তারপর প্রেম দেখো আধ্যাত্মিক সরে
যবনিকা নয়- সৃষ্টাচার যদি কবিতার
চয়ন হয়- তবেই স্বার্থক! এই শূণ্যের
মিলনে- চাঁদ তারার একপলকে জয়।

অতঃপর ঊর্মীর মুখে থেকে চিনার কি
ব্যর্থতা, মাটির রসে বসে পাহাড়ের ক্ষয়।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “পাহাড়ের শূন্যতা

    1. জ্বি মুরুব্বী দা
      কবিতা পাঠে ভাল লাগা
      ও প্রেরণা দেওয়ার জন্য
      অসংখ্যা ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———

  1. অতঃপর ঊর্মীর মুখে থেকে চিনার কি
    ব্যর্থতা, মাটির রসে বসে পাহাড়ের ক্ষয়।

     

    * কবিতা ভালো লেগেছে প্রিয় কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।