নীরব কোলাহল

সেই কবেই থেমে গেছে
চৌরাস্তার কোলাহল,
এক এক করে গেছে কেটে
ঊনিশটি বছর !
কিন্তু হুল্লোড় থামেনি আজো
শহরতলীর কোনে ;
একাকী পড়ে থাকা
শেষ বাড়িটায়।

মনে পড়ে এখনো –
ভর দুপুরেও নীরবতায় থাকতো ডুবে,
বুনো অর্কিডে ঘিরে থাকা
অদ্ভুত সেই শেষ বাড়িটা।

রাত গভীর হয়, কাটে সময় ;
শেষ বাড়িটা প্রাণ ফিরে পায়।
শরাব শঙ্খ তনু যখন
মিলেমিশে হয় একাকার ;
সময় যে তখন –
এই রাত্রি দ্বিপ্রহর …

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

4 thoughts on “নীরব কোলাহল

  1. ক্লাসিক একটি কবিতা পড়লাম কবি রোমেল আজিজ ভাই। আপনার ব্যস্ততা আমাদের মতো ক্ষুদ্র পাঠকের মাঝে দূরত্ব কিনা জানি না। :)

  2. একসময় আপনার ধারাবাহিক কবিতার ভীষণ ভক্ত ছিলাম। আজকাল একক ঘরানার লিখা গুলোও আমার চোখে বেশ প্রিয় হয়ে উঠছে কবি মি. রোমেল আজিজ।

  3. কিন্তু হুল্লোড় থামেনি আজো
    শহরতলীর কোনে ;
    একাকী পড়ে থাকা
    শেষ বাড়িটায়।

     

    * মুগ্ধ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।