বাম দিকের নীল দেয়ালটা
শোনায় আমায় দুঃখে গাঁথা
অন্ধকার রাত্রিগুলোর কথা।
ডান দিকের সবুজ দেয়ালটা
মনে করায় বর্ষায় সিক্ত
শালবনের নির্জনতায়
অচিন কুহকের টানে
একাকী হারিয়ে যাওয়া।
পেছনের হলুদ দেয়ালটা
স্বাক্ষী হয়ে আছে দাড়িয়ে,
জোনাকজ্বলা শীত রাত
আর মেঘলা জোছনার মাঝে।
সামনের লাল দেয়ালটা বলে
গোধূলীলগ্নের রক্তাভ আকাশের
পরাজিত সূর্যটার কথা,
যেকিনা তোর মতোই আলো হয়ে
রাখে ঘিরে সারাবেলা সংগোপনে,
আবার তোর মতোই অবেলায়
ডুব দিয়ে হৃদয় পোড়ায়,
রেখে যায় অনিশেষ
স্মৃতির পোড়া ছাই।
কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবি মি. রোমেল আজিজ। শুভ দিন।
ধন্যবাদ, শুভ রাত্রি মুরুব্বী
অচিন কুহকের টানে
একাকী হারিয়ে যাওয়া।—————-
হারিয়ে যাওয়ার জন্য এখন আর সময়ই পাওয়া যায় না…
বাহ! চমৎকার! মুগ্ধতা খুঁজে পেলাম!
ধন্যবাদ ভাই
কবিতা আমার ভাল লেগেছে কবি।
শুকরিয়া দিদি
কবিতায় সম্বোধন দারুণ হয়েছে রোমেল ভাই।
সম্বোধন আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম সৌমিত্র দাদা । অনেক ধন্যবাদ