চার দেয়াল

বাম দিকের নীল দেয়ালটা
শোনায় আমায় দুঃখে গাঁথা
অন্ধকার রাত্রিগুলোর কথা।

ডান দিকের সবুজ দেয়ালটা
মনে করায় বর্ষায় সিক্ত
শালবনের নির্জনতায়
অচিন কুহকের টানে
একাকী হারিয়ে যাওয়া।

পেছনের হলুদ দেয়ালটা
স্বাক্ষী হয়ে আছে দাড়িয়ে,
জোনাকজ্বলা শীত রাত
আর মেঘলা জোছনার মাঝে।

সামনের লাল দেয়ালটা বলে
গোধূলীলগ্নের রক্তাভ আকাশের
পরাজিত সূর্যটার কথা,
যেকিনা তোর মতোই আলো হয়ে
রাখে ঘিরে সারাবেলা সংগোপনে,
আবার তোর মতোই অবেলায়
ডুব দিয়ে হৃদয় পোড়ায়,
রেখে যায় অনিশেষ
স্মৃতির পোড়া ছাই।

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

10 thoughts on “চার দেয়াল

    1. সম্বোধন আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম সৌমিত্র দাদা । অনেক ধন্যবাদ 

মন্তব্য প্রধান বন্ধ আছে।