অচিন শহর

রংচটা ধূসর অচিন এ’শহরের
অসংখ্য বিবর্ণ দেয়ালজুড়ে,
হয়তোবা রয়েছে লেখা
হাজারো অদৃশ্য লাইনের
পঙ্কিলতার নির্মম ইতিহাস।

ডাস্টবিন উপচেপড়া ময়লা
ঢাকনাহীন ম্যানহোল,
মানুষ, মানুষ আর কোলাহল
চলে অবিশ্রান্ত, অবিরাম।
এসব নিয়েই শাসক শোষিতের
মিথ্যায় ভরা অভিশপ্ত এ’শহর।

অথচ আমাদের গ্রামটা ছিল
ঐতিহ্যের সমাহারে ভরপুর,
বর্ষায় শাপলা শালুক
শীতের তালপুকুরের ঘাট,
ভোরের একেলা জলফড়িং।

গল্পের মতো শৈশব কৈশোর,
জোছনার মতো উৎসব
হেমন্তের পাকা ধান,
সবই আজ বিস্মৃত ম্লান
শহুরে কুহকের টানে।
সবই আজ নিষ্প্রাণ
কাছাকাছি থেকেও,
দেয়ালের এপাশ-ওপাশে…

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

4 thoughts on “অচিন শহর

  1. নস্টালজিক হলাম কবি রোমেল আজিজ ভাই। শুভেচ্ছা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. গ্রামীন জীবন আমার আজন্মকালের আরাধ্য। মুগ্ধ হলাম মি. রোমেল আজিজ। :)

  3. হাজারো অদৃশ্য লাইনের পঙ্কিলতার নির্মম ইতিহাস ছুঁড়ে দিন কবি দা। চলুন সবুজের অরণ্যে। সমাজ-রোগ শোক সন্তাপ থেকে দূর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।