রংচটা ধূসর অচিন এ’শহরের
অসংখ্য বিবর্ণ দেয়ালজুড়ে,
হয়তোবা রয়েছে লেখা
হাজারো অদৃশ্য লাইনের
পঙ্কিলতার নির্মম ইতিহাস।
ডাস্টবিন উপচেপড়া ময়লা
ঢাকনাহীন ম্যানহোল,
মানুষ, মানুষ আর কোলাহল
চলে অবিশ্রান্ত, অবিরাম।
এসব নিয়েই শাসক শোষিতের
মিথ্যায় ভরা অভিশপ্ত এ’শহর।
অথচ আমাদের গ্রামটা ছিল
ঐতিহ্যের সমাহারে ভরপুর,
বর্ষায় শাপলা শালুক
শীতের তালপুকুরের ঘাট,
ভোরের একেলা জলফড়িং।
গল্পের মতো শৈশব কৈশোর,
জোছনার মতো উৎসব
হেমন্তের পাকা ধান,
সবই আজ বিস্মৃত ম্লান
শহুরে কুহকের টানে।
সবই আজ নিষ্প্রাণ
কাছাকাছি থেকেও,
দেয়ালের এপাশ-ওপাশে…
নস্টালজিক হলাম কবি রোমেল আজিজ ভাই। শুভেচ্ছা জানবেন।
গ্রামীন জীবন আমার আজন্মকালের আরাধ্য। মুগ্ধ হলাম মি. রোমেল আজিজ।
হাজারো অদৃশ্য লাইনের পঙ্কিলতার নির্মম ইতিহাস ছুঁড়ে দিন কবি দা। চলুন সবুজের অরণ্যে। সমাজ-রোগ শোক সন্তাপ থেকে দূর।
বাহ !