নগর জীবন

সীমাহীন নিয়ে সীমাবদ্ধতা নিয়ে
অলীক পানে আমাদের ছুটে চলা,
ইটের উপর ইট গেঁথে যে নগর গড়ে উঠে
সেই নাগরিক দেয়ালের পেছনেও
কিছু না কিছু, না বলা গল্প থাকে।

সুতো ছিঁড়ে গড়িয়ে যাওয়া শার্টের বোতাম
খাটের নিচে খুঁজতে গিয়ে বেরিয়ে আসে
প্রায় ভুলে যাওয়া হাজার মলিন বিস্মৃত স্মৃতি।
চুলের ক্লিপ, বিবর্ন টিপ, মরচে পড়া টাই পিন,
প্রতিটা বস্তুই একেকটা গল্প হয়ে সামনে দাঁড়ায়।
জীবনের ব্যাস্ততায় আমরা ভুলে যাই
আমাদের দেয়ালেও দু ‘একটা জানালা আছে।
সেই জানালা দিয়ে দেখা যায়
শুক্লপক্ষের রাতে আকাশভরা জোছনা,
শ্রাবণ রাতের ঘন বর্ষনে হাত বাড়িয়ে
ছোঁয়া যায় বৃষ্টির শীতল জল।

ব্যাস্ততার মিথ্যা অভিনয়ে ডুবে
সপ্তাহান্তে চালাই বুনো উল্লাস।
ভুলে যাই দেয়ালের ওপাশেও
অচেনা হাজার মানুষ আছে।
সেই মানুষগুলোর চোখেও
আছে সীমাহীন অদেখা স্বপ্ন…

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

4 thoughts on “নগর জীবন

  1. নাগরিক জীবনের কথা। এভাবেই আমাদের এইসব দিনরাত্রি মি. রোমেল আজিজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. জীবনটাই সীমাহীন নিয়ে সীমাবদ্ধতা কবি রোমেল ভাই।

  3. জীবনের ব্যাস্ততায় আমরা ভুলে যাই
    আমাদের দেয়ালেও দু ‘একটা জানালা আছে।   
    হুম ! সেই জানালা দেখা যায় জীবনের হরেক জলফড়িং লাফায় 

মন্তব্য প্রধান বন্ধ আছে।