এগুলো হানিমুনের দ্বীপ

এগুলো হানিমুনের দ্বীপ


বোরা বোরা দ্বীপ, ফ্রেঞ্চ পলিনেশিয়া
দক্ষিণ প্যাসিফিক দ্বীপগুলোর ভেতরে এই স্থানটি পর্যটকদের ভোটে বিশ্বের সেরা রোমান্টিক দ্বীপগুলোর ভেতরে এক নম্বরের যোগ্যতা অর্জন করেছে। সাগরের সাদা বেলাভূমি, একুয়া লেগুন এবং বিলাসবহুল হোটেল নবদম্পতির হানিমুনের জন্য একদম উপযুক্ত জায়গা এই দ্বীপ। হলিউডের নামকরা তারকা তাদের জীবনের অনেকটা সময় এই দ্বীপে কাটিয়েছেন বলে রেকর্ড বইয়ে লেখা আছে। এসব তারকাদের ভেতর নিকোল কিডম্যান, কেইথ আরবান, টনি পার্কারও আছেন।


সান্তোরিনি দ্বীপ, গ্রিস
যদি আপনি ইয়টে করে এই দ্বীপে পৌঁছান তবে, এই স্মৃতি আপনার মনে চিরস্থায়ী জায়গা করে নেবে। পাহাড় কেটে বানানো গ্রাম, সাদা রঙের ছোট ছোট বাড়ি, নীল আকাশ, রাতের বেলায় আলোর কারসাজি, এসব ছেড়ে আপনি চলে আসার কথা বেমালুম ভুলে যেতে পারেন!


রঙ্গলী দ্বীপ, মালদ্বীপ
এই দ্বীপে আপনি পাবেন পানির ছোঁয়া অবিরাম। দ্বীপে পা রাখা মাত্রই পরিষ্কার পানি আপনাকে টানবে। এখানে হোটেল, স্পা কেন্দ্র সবই পানিতে ঘেরা! চারিদিকে পানি এ অবস্থায় অনেকে বিয়েও সেরে ফেলেন এখানে!


মলোকাই, হাওয়াই
এই দ্বীপটাকে বলা হয় এটাই সত্যিকারের হাওয়াই! এর বিশুদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনাই আপনি পাবেন না। খাড়া পাহাড়ের রং-বেরঙের কোরাল আপনাকে ভুলিয়ে রাখবে। এই দ্বীপে পা রেখে যেটা আপনার প্রথমেই মনে হবে সেটা হলো এইমাত্র কেবল আপনিই এই দ্বীপটি আবিষ্কার করলেন। এখানকার সাংস্কৃতিক পরিবেশকে ভালোবেসে ফেলতে আপনি বাধ্য!


লুকালা দ্বীপ, ফিজি
কেবল নবদম্পতির হানিমুনের জন্য এ জায়গাটি হতে পারে সবচেয়ে ভালো পছন্দ। গ্রাম্য পরিবেশের সঙ্গে বিলাসবহুল হোটেল আপনাকে এনে দেবে ব্যতিক্রমী অভিজ্ঞতা। ২৫টি বিলাসবহুল হোটেলের প্রত্যেকটিতেই আছে বড়সড় লেগুন পুল।


সেন্ট লুসিয়া, ক্যারিবিয়ান অঞ্চল
হানিমুনের জন্য সর্বোৎকৃষ্ট জায়গা হিসেবে বিভিন্ন ট্রাভেল এজেন্সির ভোটে পাঁচবার পুরস্কার জিতেছে সেন্ট লুসিয়া দ্বীপটি। সেন্ট লুসিয়া দ্বীপে প্রায় সবার জন্যই কিছু না কিছু আছে! রোমাঞ্চপ্রিয় দম্পতির জন্য আছে পাহাড়ের গা বেয়ে ওপরে ওঠার সুযোগ, আছে শান্ত সমুদ্রের তীর ঘেঁষে বানানো রিসোর্ট!


বালি দ্বীপ, ইন্দোনেশিয়া
এই দ্বীপটি সম্পর্কে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই মনে হয়, কারণ এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ এবং বেশিরভাগ নবদম্পতির প্রথম হানিমুনটা এখানেই হয়। এই দ্বীপে আপনার একান্ত ব্যক্তিগত জায়গা ভাড়া করে নেয়ার সুযোগ আছে। দ্বীপের কুপু কুপ বারোং গ্রাম এবং গাছের স্পা বেশি বিখ্যাত। দ্বীপটি আপনাকে দেবে পাহাড়ের গ্রামে জীবন কাটানোর অনিন্দ্য অভিজ্ঞতা।

10 thoughts on “এগুলো হানিমুনের দ্বীপ

    1. ভ্রমণে মন ভাল থাকে। সুযোগ পেলেই বেরিয়ে পড়বেন।

  1. দ্বিতীয়বার সুযোগ হলে আমি বোরা বোরা দ্বীপ, ফ্রেঞ্চ পলিনেশিয়া যেতে চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

    1. হানিমুন সবসময়ই করার সুযোগ আছে। ভালো থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।