পেশাদার খুনি

এক পেশাদার খুনি আমি এই শহরে
কখনো স্বপ্ন পুরাই নতুন স্বপ্নের আশাতে
কখনোবা ঘুমোতে ভয় পাই দুঃস্বপ্নের ভয়ে ৷

কখনো আমি খুন করি বিবেক মনুষ্যত্ব
কখনোবা আবার ভোল পাল্টাতে হই মত্ত
আমি যে মুখোশধারী এটাই যে নির্মম সত্য ৷

এক পেশাদার খুনি আমি এই শহরে
সুখের আশায় খুন করি অসহায় অসুখকে
কখনোবা কাছে ডাকি সেই প্রিয়তমা অসুখকে ৷

গলা টিপে ধরি কখনো স্নেহ মায়া মমতাকে
কখনো আবার খুঁজি সেই স্নেহ মায়া মমতাকে
হত্যা করতে বারংবার উদ্ধৃত হয়েছিলাম যাকে ৷

এক পেশাদার খুনি আমি এই শহরে
দানবীয় ক্ষুধা আছে যার ছোট্ট উদর জুড়ে
এ ক্ষুধা মিটেনা গরীবের এতো এতো রক্ত চুষে ৷

এক পেশাদার খুনি আমি এই শহরে
স্বার্থের জন্য ব্যবহার করি নিঃস্বার্থ মানুষকে
দেখো ওরাও কেমন বোকা আমাকেই স্যালুট করে ৷

8 thoughts on “পেশাদার খুনি

  1. এক পেশাদার খুনি আমি এই শহরে
    দানবীয় ক্ষুধা আছে যার ছোট্ট উদর জুড়ে
    এ ক্ষুধা মিটেনা গরীবের এতো এতো রক্ত চুষে।

    আপনার লিখা গুলোতে আসলে অক্ষম মতামত রাখার সুযোগ থাকে না। পড়ে যাই।

  2. দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শুভেচ্ছা নিন কবি।

    1. যথার্থ বলেছেন দাদাভাই অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো

  3. খুনের শহরে বাস করে হয়ত একদিন আমরাও খুনি হয়ে যাব, খুন করার মত কাওকে না নিজেকেই খুনের খেলায় মেতে উঠব। সুন্দর লেখা কবি। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।