আমার সব কিছুতেই দেরি

আমার সব কিছুতেই দেরি

আমার সব কিছুতেই দেরি
প্লেন ছেড়ে যায়
ট্রেন ছেড়ে যায়
নৌকা স্টিমার লঞ্চ ছেড়ে যায়
ফেরী ঘাটে পৌঁছার আগে
ঘাট ছেড়ে যায় ফেরী!

আমার সব কিছুতেই দেরি
লিফ্টেও যায়
শিফ্টেও যায়
অনেকেই তো গিফ্টেও যায়
আমি ঢোকার আগেই বিমান
উড়তে কেবল -হেরি!

আমার সব কিছুতেই দেরি
ফুটপাতেতে
পাঁচতারাতে
খাবার খেতে রেস্তোরাতে
আমি আদেশ করার আগেই
ফিনিস গরু -ভেরী।

আমার সব কিছুতেই দেরি
হিন্দি সিনে
বাংলা গানে
রিমোট টিপি প্রাণের টানে
আমি টিভি অন করিলেই
দেখায় টম-জেরি।।

2 thoughts on “আমার সব কিছুতেই দেরি

মন্তব্য প্রধান বন্ধ আছে।