নৈর্ব্যক্তিক ভোরচিত্র

নৈর্ব্যক্তিক ভোরচিত্র

আমি ততোদূরই যাবো , যতোদূর পর্যন্ত অংকিত হবে আমার পদছাপ।
নৈর্ব্যক্তিক নদীর ছায়া খুঁজে যে দুপুর হেঁটেছিল একা, তার সাথে খুব
সংগোপনে করে যাবো ভাব বিনিময়। ক্ষতি হয়, হোক । লভ্যাংশের
শেষ সিরিজ অনেক আগেই নিয়েছি পাঠ। বিরাট কোনো সম্ভাবনা জীব-
আয়ুর কখনোই থাকে না। এ কথা নতুন করে বলার কিছু নেই। যারা
বিলাপবন্ধনে বেঁধে রাখে নিজেদের ছবি – তারাই যোগ্য উত্তরসূরির
হাতে ভোরগুলো রেখে যেতে পারে।আবার দেখা হবে, নদীর কিনারে…..

3 thoughts on “নৈর্ব্যক্তিক ভোরচিত্র

  1. নৈর্ব্যক্তিক নদীর ছায়া খুঁজে যে দুপুর হেঁটেছিল একা, তার সাথে খুব
    সংগোপনে করে যাবো ভাব বিনিময়

    বেশ লাগলো । 

    শুভেচ্ছা । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।