সৈয়দপুত্র, তোমাকে ♦

সৈয়দপুত্র, তোমাকে ♦

তুমি বংশী বাজাচ্ছো নদী! তুমি গাইছো বিচ্ছেদী গান!
এখন এখানে রাত হচ্ছে, জোনাকীরা আরও কিছু আলো
দেবে বলে, লুকাচ্ছে পাতার আড়ালে। পদ্মা তার প্রণয়
সাজিয়ে প্রতীক্ষা করছে পানশীর। মাঝি এসে
ছলাৎছলাৎ শব্দে- যে ঢেউয়ে ফেলবে বৈঠার বিনয়।

তুমি নক্ষত্র সাজাচ্ছো চাঁদ! তোমাকে মধ্যমণি করে
বিলাপ কীর্তনে, মাতবে যারা- দ্যাখো, তার জন্য কারা
সাজাচ্ছে শরতের শোকপত্র।

আমি বহুদূরে দাঁড়িয়ে একটি পাখিকে….
না, বিদায় জানাচ্ছি না। বলছি, এভাবে যেতে নেই বন্ধু!
দেহেরক্ষা মানেই, প্রাণ থেকে প্রাণের বিচ্ছেদ নয়।

3 thoughts on “সৈয়দপুত্র, তোমাকে ♦

  1. সৈয়দ পুত্রকে আজও শ্রদ্ধায় স্মরণ করি। অভিনন্দন প্রিয় ইলিয়াস ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।