দ্যা আর্থল্যান্ড

দ্যা আর্থল্যান্ড …

ঐ যে!
আমি শুনতে পাচ্ছি সেই শব্দ!

কান পেতে রেখো
যে রাতে চাঁদ নেই চারিদিকে শুধু নিস্তব্ধ
শুনতে পাবে তুমিও সেই শিহরণ জাগা শব্দ!

এটা বিগ-ব্যাং বিস্ফোরণের শব্দ নয়
কিংবা এটা কোনও এয়ার প্লেন দ্বারা
ওয়ার্ল্ড ট্রেড-সেন্টার ধ্বংসের শব্দও নয়!

এটা কোনও ধনীর দুলালের হ্যামার গাড়ী
স্টার্ট দেবার শব্দ নয়
কিংবা এটা কোনও ভিক্ষুকের থালায়
কয়েন পড়ার শব্দও নয়!

এটা ফ্যানের তীব্র বাতাসে পেপারের পাতা
এলোমেলো হওয়ার শব্দ নয়
কিংবা শার্ট ইন করার সময়
হঠাৎ কোনও বোতাম খুলে পড়ারও শব্দ নয়!

ঐ যে!
আমি শুনতে পাচ্ছি সেই শব্দ!

আমি শুনতে পাচ্ছি
পৃথিবীর মানচিত্র থেকে
সমস্ত সীমারেখা মুছে যাবার শব্দ!

অচেনা অদ্ভূত এক শব্দ
ছিন্ন ভিন্ন করে দিচ্ছে পৃথিবীর সব সীমা রেখার চিত্র
চিহ্ন রাখছে বিশ্বময় চিহ্নিত করে শুধু একটি দেশের মানচিত্র

শুনতে পাচ্ছি নির্মাণ হচ্ছে শত শত এয়ার-পোর্ট
আর সবাই ফেলে দিচ্ছে তাদের সব পাসপোর্ট

শুনতে পাচ্ছি!
ভেঙ্গে যাচ্ছে সব অন্যায় প্রতিবন্ধকতা
বাতিল হচ্ছে সব পেশী শক্তির পাশবিকতা

ভেঙ্গে যাচ্ছে সব ভিসা প্রসেস
শুরু হয়ে যাচ্ছে সব দেশে সবার প্রবেশ

শোনা যাচ্ছে!
পৃথিবী জুড়ে শুধু একটি দেশের ডিম্যান্ড
দেশটির নাম শোনা হচ্ছে “দ্যা আর্থল্যান্ড”

ঐ যে শোনা যাচ্ছে!
মানবতাবার পায়ের আওয়াজ
আসছে ওরা “দ্যা আর্থল্যান্ডে”
শোনা যাচ্ছে সেই কুচকাওয়াজ

ঐ যে!
শোনা যাচ্ছে!
সেই শব্দ ঐ দূর বাতাসে
শিক্ষা-চিকিৎসার খরচ নেই
এবং ঔষধের খরচও নেই
শুধু আছে মানবতন্ত্র সেই দেশে

মিশে গেছে সবাই এক নিবিড় ভালবাসার বন্ধনে
চুরি হয়ে যাওয়া বিশ্বাস গুলো ফিরে আসে সেখানে

ঘৃণা-অপমান-অবহেলা গুলো ফিরে আসে সম্মান-শ্রদ্ধা হয়ে অকপটে
ঝরে পড়া অশ্রু গুলো ফিরে আসে স্নেহ মমতায় মুখে মুখে হাসি ফোটাতে

এক সুতোয় হচ্ছে গাথা হৃদ্যতায় ভালোবাসায়
সকল মানুষের একই প্রাণ
আনন্দ-সুখ আর উল্লাসের ঐকতান
একসাথে গাইছে সবাই মানবতার জয়-গান

ঐ যে শোনা যাচ্ছে!
সেই শব্দ! সেই সাউন্ড!
পৃথিবী জুড়ে শুধু একটি দেশের ডিম্যান্ড
দেশটির নাম শোনা যাচ্ছে “দ্যা আর্থল্যান্ড”।

6 thoughts on “দ্যা আর্থল্যান্ড

  1. অবাক বিস্ময়ে কবিতায় কবিতার শব্দের গতিবিধি লক্ষ্য করলাম। দারুণ মি. ইলহাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. লেখাটি ভাল হয়েছে ইলহাম দা। আপনার অসম্ভব মেধা এটা স্বীকার করি সবসময়। ভাল থাকুন। শুভেচ্ছা রাখি।  

  3. সুপ্রিয়, কবিতাটি পড়ে আমার যা মনে হলো, আপনি যদি "সাইন্স ফিকশন" জাতিয় গল্প লেখেন তাহলে খুবই ভাল লাগবে। আর বেশি কিছু বললামনা। শুভকামনা অবিরত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আমি শুনতে পাচ্ছি
    পৃথিবীর মানচিত্র থেকে
    সমস্ত সীমারেখা মুছে যাবার শব্দ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. মিশে গেছে সবাই এক নিবিড় ভালবাসার বন্ধনে
    চুরি হয়ে যাওয়া বিশ্বাস গুলো ফিরে আসে সেখানে

     

    * সুপ্রিয় কবি ইলহাম, অনন্য মেধার রেখেছেন এই কবিতায়… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।