উত্তল লেন্স

হায়াতের দিনে পেরেক ঠুঁকে দিচ্ছ ঈশ্বরের মুখে
ধীরে ধীরে শিখছ মৎসজীবীর সুচতুর কৌশল
এইসব দেখে যারা মৃত্যুর প্রহর গুনছে তারা জানে
ভুল করে বসে থাকা ধীবরের দল জলের সঙ্গে সখ্য গড়ে

চোখে কাপড় বেঁধে আমরা ভুল পথে হাঁটি
থোক থোক ভালোবাসায় যে মাদকতা থাকে
সেখানে জান্নাতি ছোঁয়ায় জেগে ওঠে আদিম প্রেম
যেনো শীতের বোতাম খুলে খুঁটে খাওয়া হুরের প্রণয়

বেওয়ারিশ আপত্তি ফেলে নিবিড় করে জড়িয়ে ধরো
এইসব উপকথা – উপমা – আঙুলছোঁয়া সুখ
ক্ষতের ব্যান্ডেজে লাগাও আজাদি অলংকার
জ্বলছে যখন ক্যামেরার উত্তল লেন্স।

8 thoughts on “উত্তল লেন্স

  1. অনিয়মিত হলেও আপনার কবিতা পড়তে পারছি এটাই সৌভাগ্য কবি দা। জানি না আপনার ব্যস্ততা বেড়ে গিয়েছে কিনা। আশা করবো নিয়মিত লিখবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. মন্তব্যের জন্য ধন্যবাদ দিদি। একটু ব্যস্তই আরকি। চেষ্টা থাকবে নিয়মিত হবার।

  2. আপনার কবিতা সত্যসত্যই পাঠককে মুগ্ধ করে। আমি আমার নিজেকে দিয়ে বুঝি। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। শুভ সন্ধ্যা। :)

    1. সত্যিই আমি আপনার মন্তব্যে বরাবরই অনুপ্রাণিত হই। ধন্যবাদ শ্রদ্ধেয়

  3. থোক থোক ভালোবাসায় যে মাদকতা থাকে
    সেখানে জান্নাতি ছোঁয়ায় জেগে ওঠে আদিম প্রেম https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    চমৎকার লেখাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. মৎসজীবীর সুচতুর কৌশল > বাহ দারুণ একটি বাক্য। শুভেচ্ছা কবি ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।