এখনো ডোবেনি বেলা
ঘাটের নোঙ্গর খুলে যদি ফেলো এই অবেলায়
নতুন বন্দরের খোঁজ পাবে নাকো তুমি,
শুধুই সাঁতারে সাঁতারে চলে যাবে মাঝ নদী বরাবর।
হাওয়ায় ভেসে সারাটা জীবন কাঁটে না কোন পাখির,
গাছের ডালে ফিরতেই হয়। পরিপ্রেক্ষিত প্রেমে শিহরণ জাগা,
থিরি থিরি কাঁপনে রোমাঞ্চিত হওয়া, স্থির রসাতলে জীবন বিন্যাস,
কথায় কথায় ভাঙ্গনের উড়ো হাওয়া সব কিছুই তোমার
শিরার সাথে জরিয়ে কৌশলে কেড়ে নেবে সঠিক ইষ্টিশান।
বন্দরের খোঁজ তুমি পাবে না জোয়ার আসেনি বলে।
এখনো শুকায়নি ফুল গুলো গাছের ডালে,
মাটির উঠান শুধু ভিজে আছে শেষ হেমন্তের শিশিরে ;
রোদ ওঠেনি বলে, জেগে যদি ওঠো ত্প্ত দুপুরে
ফুলের সুভাস পাবে নাকো তুমি,
শুধুই ঝুড়ি ভর্তি ঢলে পরা অলস দিন তোমার
আঙ্গিনায় গড়াগড়ি খাবে।প্রকাশের কোন ভাষা
খুঁজে পাবে নাকো তুমি।
চাঁদ তার আলুথালূ লুটিয়ে পরা কাপড়
গুটিয়ে চলে গেলে তুমি স্বপ্নহীন, ঘুমহীন জেগে রবে,
যেমন জেগে থাকে বিরহী চৈত্রের বাতাস;
কৃষ্ণচূড়া ছায়া ফেলা পথের বাঁকে, তবু
নতুন বন্দরের খোঁজ পাবে নাকো তুমি।
যেমন জেগে থাকে বিরহী চৈত্রের বাতাস;
কৃষ্নচূড়া ছায়া ফেলা পথের বাঁকে,
আহা বন্ধু! কী লিখেছেন!
ভালবাসা অবিরত।

ধন্যবাদ উমর ভাই
ভালো থাকবেন অবিরত।

সব মিলিয়ে কবিতা চমৎকার হয়েছে মি. খেয়ালী মন।
অনেক ধন্যবাদ ভাই।
ভালো লাগা রাখলাম মন দা।
অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো।
আপনার সরল উপস্থাপনা পড়তে স্বচ্ছন্দ বোধ করি খেয়ালী ভাই।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
এখনো শুকায়নি ফুল গুলো গাছের ডালে,
মাটির উঠান শুধু ভিজে আছে শেষ হেমন্তের শিশিরে ;
* অসাধারণ বাণীবিন্যাস…


ভালোবাসা জানবেন প্রিয়।

সুন্দর
অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো।