ভুলে গেছি মানুষ ছিলাম

কবে যে মানুষ ছিলাম বেমালুম ভুলে গেছি
যান্ত্রিক সমাজে দিনেরাতে ভোল পাল্টেছি
কখনো সাধু বেশ , কখনো বা সন্যাসী
তবুও মনুষ্যত্বকে ঠিকই বিকিয়ে দিয়েছি ৷

কবে যে মানুষ ছিলাম বেমালুম ভুলে গেছি
মানুষের মুখোশে শুধু পশুত্বকেই লুকিয়ে গেছি
চোখ বুজে রক্তের হোলি খেলা দেখেছি
আর
কানে তুলো দিয়ে অসহায়ের আর্তনাদ শুনেছি ৷

কবে যে মানুষ ছিলাম বেমালুম ভুলে গেছি
ইট, পাথরের শহরে মানবতাকে হারিয়ে ফেলেছি
নর্দমায় মানুষ কুকুর একসাথে খেতে দেখেছি
তাতে কি ?
আমি তো পোলাও কোর্মায় ভুঁড়ি ভোজ করেছি ৷

কবে যে মানুষ ছিলাম বেমালুম ভুলে গেছি
নারী দেহের দিকে আমার লোভাতুর দৃষ্টি
সুযোগ পেলেই মুখোশের বাহিরে চলে আসি
একথা জানে শুধু সে, আমি আর অন্তর্যামী ৷

কবে যে মানুষ ছিলাম বেমালুম ভুলে গেছি
মুখোশের মিছিলে আজ মনুষ্যত্ব ছদ্মবেশী ৷

6 thoughts on “ভুলে গেছি মানুষ ছিলাম

  1. মুখোশের মিছিলে আজ মনুষত্ব ছদ্মবেশী কথাটি অনেক সত্য দামী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কবে যে মানুষ ছিলাম বেমালুম ভুলে গেছি
    মানুষের মুখোশে শুধু পশুত্বকেই লুকিয়ে গেছি
    কানে তুলো দিয়ে অসহায়ের আর্তনাদ শুনেছি ৷  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. আক্ষেপটা বোঝার জন্য ধন্যবাদ দিদিভাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।