পারদের ঘর যখন একশো দুই ছুঁই ছুঁই,
এখান থেকে আমার ভেসে চলা শুরু।
মহাকর্ষের নিয়ম ভেঙে,
তখন আলোর বেগে ছুটে চলা…
নিউরনে নিউরনে হাজার
আলোক বাতি…
লাল-নীল-হলুদ-সবুজ
নীল-লাল-সবুজ-হলুদ,
চারদিক রিমঝিম
ঝিমঝিম রিমঝিম।
চোখে ভাসে স্কুলের বেঞ্চ
চক -ডাস্টার, পাটিগণিত।
স্রোতের অনুকূল প্রতিকূল ছাপিয়ে
কানে বাজে ছলাৎ ছলাৎ…
সেখান থেকেই আমার ডুবে যাওয়া শুরু
পারদের ঘর এখন একশো চার ছুঁই ছুঁই…
চমৎকার কবিতা কবি দা!
ধন্যবাদ
ধারাবাহিক কবিতার পাশাপাশি এই একটি স্বতন্ত্র ঘরানার কবিতা পড়লাম। সুন্দর তো বটেই। অভিনন্দন এবং শুভ সকাল মি. রোমেল আজিজ। ধন্যবাদ।
প্রতিটা পোস্টে আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে, ধন্যবাদ দাদা
খুব সুন্দর এবং স্বতন্ত্র কবিতা। অভিনন্দন কবি দা।
ধন্যবাদ দিদি
একটু আলাদা তবে কথা গুলো সুন্দর।
সৌমিত্র দা আপনাকে ধন্যবাদ