ভুল ভাবনায়
ইদানিং ভুলে যাই সব,
হয়তো বা ভুলে থাকি
পূর্ণিমার চাঁদ ঝলসানো
পোড়ার ক্ষণিক গল্প।
হয়তো অমার কালোয়
পরতের পর পরত
ঢাকার ব্যর্থ চেষ্টায়
সেই চাঁদ জ্বলনের কণা
ঠিকরে ওঠে শেষরাতস্বপ্নে,
ভুলতেই চাই
গড়ে নেওয়া অকারণ
ভুলত্রুটি ভীড় বিশৃঙ্খলে,
তবু স্মৃতি টোকা দেয়
বন্ধ জানালায়,
আকন্ঠ সোমরস পানেও
ভুলতে চাইলেও
ভুলি না কিছুই।
'ভুলত্রুটি ভীড় বিশৃঙ্খলে, তবু স্মৃতি টোকা দেয় বন্ধ জানালায়,
আকন্ঠ সোমরস পানেও ভুলতে চাইলেও … ভুলি না কিছুই।'
__ অজস্র শুভকামনা প্রিয় ববি প্রিয় সৌমিত্র।
ধন্যবাদ প্রিয় ভাই।
নিজের নাম মনে আছেতো বন্ধু? ভুলে যাবার জন্য অনেক ভালবাসা।



তা অবিশ্যি আছে খালিদ ভাই। ধন্যবাদ।
ইদানিং ভুলে যাই সব— আমিও সব ভুলে যাই।
এই বেভুল জীবন আর কতকাল।
সুন্দর দাদা
ইচ্ছা করলেই অনেক কিছু ভুলা যায় না।