ঘর মুখি ফুল

ঘর মুখি ফুল

ভীষণ ঘর মুখি গাছগুলো-
এক ডাল থেকে অন্য ডালের উপর হেলে যায়;
এমন কি সবুজ পাতারাও সাদা পাতার উপর
গা ঘেঁসে থাকতে চায়- ফুলেরা সুগন্ধী ছড়াবে
কৃষ্ণচূড়া অবাগ ! তাতে দোষের কি হয়?
যদি না বলতো পরকীয়া শব্দ ভাণ্ডারি;

তাহলে বুঝি ডালপালা লতাপাতা সুখে ভাসতো-
তবে বলো দাদা, পরকীয়ার কি আসে যায়?
শুদ্ধ উচ্চারণে এই জলমাটির এখন-
গাছের মুলে তবুও তারা মলিন খাঁটি!

রক্তের সাথে দেয় না একটুও সুখের ফাঁকি-
আয় পরকীয়া আকাশ ভেদে- আনন্দ করি
কচুগাছের সাথে আর দিবো না ফাঁসি;
বোতল বোতল আর খাবো না বিষ- অতঃপর
ঘর মুখি হয়েছে সুবাস মাখা ফুল।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “ঘর মুখি ফুল

  1. লিখাটির পাশাপাশি আমার কাছে ব্যবহৃত প্রচ্ছদটি অনেক ভালো লেগেছে। খুব কমন একটি ফুল গাছ। অনেক আগে আমার বাড়ির আশেপাশে অনেক দেখতাম। এখন দেখি না। ধন্যবাদ আপনাকে। :)

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

  2. নতুন নতুন ভাবনার সব লেখা পড়ে ভাল লাগে কবি বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

    1. জ্বি সৌমিত্র দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।