দূর পাহাড়ের গান

দূর পাহাড়ের পাশে
আকাশ হলো মেঘলা
একটু পরে নামল ধীরে
তুহিন মাখা বাদলা।।

এমন দিনে পথের পরে
কে চলে গো একলা,
বৃষ্টি নামে রিম ঝিমিয়ে
পথ চলে সে গুন গুনিয়ে,
একা একা যায় সে কোথায়
খানিক আঁচল উড়িয়ে মাথায়।।

ভিজল আঁচল পা যে পিছল
কলসি নিয়ে কাঁখে
যায় কি নদীর ঘাটে
আহা যায় কি নদীর ঘাটে।

বৃষ্টি ভেজা পথের ধারে এদিক ওদিক চায়
মন যে তার উড়িয়ে নীল পাগলা হাওয়ায়,
সবুজ মাঠে শারীতে মিশে
মনটা ভরেছে হিমেল বাতাসে,
কখনও ভাবেনি পিছনে দেখেনি
আকাশ কাল মেঘে ছেয়ে গেছে ঢেকে।।

www.youtube.com/watch?v=WTD02smk7Z0&feature=youtu.be

9 thoughts on “দূর পাহাড়ের গান

  1. অসাধারণ নিঃসন্দেহে প্রিয় বন্ধু। অতি যান্ত্রিকতায় নতুন পাঠকদের প্রতিক্রিয়া খুব কম থাকলেও আপনার লিখা গুলোন যেন সুখপ্রদ আমরা যারা পুরোনো রয়েছি তারা বুঝি। :)

    1. আমাদের দিন ফুরিয়ে গেছে এখন বার্গার পিজার দিন এসে গেছে। বাশী আর সেতার আজকাল দরকার হয়না। গিটার আর কীবোর্ড হলেই হয়ে যায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. অসাধারণ গীতিকাব্য খালিদ ভাই। শতদল হালদারের বিষয়টি আমার মনে শ্রদ্ধা জাগিয়েছে। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।